মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুরের শ্রেষ্ঠ সার্কেল (হাজীগঞ্জ সার্কেল), শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই), শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারীর পুরস্কার পেল হাজীগঞ্জ থানা। মঙ্গলবার (২১ জুন) পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেড এ অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিলন মাহমুদের হাত থেকে গত ‘মে’ মাসের শ্রেষ্ঠত্বের পুরস্কার সরূপ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন পুরস্কার প্রাপ্ত কর্মকর্তারা।
জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এতে জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসাবে হাজীগঞ্জ সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হাজীগঞ্জ থানার মোহাম্মদ জোবাইর সৈয়দ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম সম্মাননা স্মারক গ্রহণ করেন।
এছাড়াও পুলিশ সুপার মিলন মাহমুদের হাত থেকে জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাজীগঞ্জ থানার মো. রেজাউল করিম মামুন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজ, শ্রেষ্ঠ সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম ছামদানী সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এসময় উপস্থিতির উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেণ পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।