চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে হরিনা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
রবিবার (১১জুন) দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হরিনা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
দুপুরে জব্দকৃত চিংড়িগুলো কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। অভিযানে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার মোঃ মনিরুজ্জামানসহ টহল সদস্যরা উপস্থিত ছিলেন।