• ঢাকা
  • বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জুন, ২০২৩
সর্বশেষ আপডেট : ৯ জুন, ২০২৩

মাও. মামুনুল হকের মুক্তির দাবীতে চাঁদপুর জেলা খেলাফত যুব মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
প্রতিনিধির পাঠানো ছবি।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাও. মামুনুল হকসহ ওলামায়ে কেরামদের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর শহরের বায়তুল আমিন জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাও. হাবিবুর রহমান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আল্লামা মাও. মামুনুল হকসহ ওলামায়ে কেরামরা যখন দেশের কথা বলে তখনই তাদেরকে এ সরকার জেলে কারাবন্দি করে রাখছে। ৪০টি মিথ্যা মামলা দিয়ে খেলাফত মজলিশের মহাসচিব মাও. মাহমুদুল হককে আড়াই বছর ধরে কারাগারে বন্দি রাখা হয়েছে।

ঈদুল আযহার পূর্বে যদি তাদের মুক্তি দেয়া না হয় তাহলে আমরা দেখবো আপনারা কতদিন ক্ষমতায় থাকেন। প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

বক্তারা আরো বলেন, দেশের ২০ কোটি মানুষ টাকার বিনিময়ে বিদ্যুত ব্যবহার করে। তাহলে বিদ্যুতর টাকা কোথায় যাচ্ছে। আমরা বৈধ ভাবে টাকা রোজগার করে চলি। বর্তমানে দব্যমূল্যর উদ্ধগতি কেন। বিশ্বের অন্যদেশে চিনির মূল্য ৮৮ টাকা তখন আমাদের স্বাধীন দেশে চিনির মূল্য ১৫০ টাকা।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ নিয়ামত হোসাইনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ক্বারী শাহাদাত হোসাইনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাও. ফজলুল করিম, সমাজ কল্যান সম্পাদক মাও. মুজাম্মেল হক মিয়াজী, খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সহ সাধারন সম্পাদক আশেক এলাহী, খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলার সহ-সভাপতি হাফেজ মাও. তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতী নূরে আলম, অর্থ সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসেন, আমেলার সদস্য হাফেজ মাও. রহমতুল্লাহ্যা, মাও. শরিফুল ইসলামসহ আরো অনেকে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর