• ঢাকা
  • শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জুন, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ জুন, ২০২৩

ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

পীরে মোকাম্মেল, শাইখুল মাশায়েখ, মাহবুবে ছোবহানী, কুতুবে রাব্বানি, শামছুল আউলিয়া, ছিরাজুল আত্কিয়া, মুহিয়ে সুন্নাহ, শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মোছলেহ উদ্দীন (রহ:) এবং পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ বিন মোছলেহ উদ্দীন (রহঃ)’র ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফে ইছালে ছাওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সন্তোষপুর দরবার শরীফের নেছার মঞ্জিলে মঙ্গলবার (৬ জুন) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ সঠিক আকিদায় ইসলাম প্রচারের লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো হধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। আলোচনা শেষে দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, সন্তোষপুর দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন মুহাম্মদ।

মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ প্রমুখ।

তথ্যানুসন্ধানে জানা যায়, বাংলা ১৩৫৮ সনে আলহাজ্ব হযরত মাও.শাহ সূফি মোহাম্মদ মোছলেহ উদ্দীন (রহ.) উক্ত দরবার প্রতিষ্ঠা করেন। ছারছীনা দরবারের পীর আলহাজ্ব হযরত মাও.শাহ সূফি নেছার উদ্দিন আহম্মদ (রহ.) এর নির্দেশে সঠিক দ্বীনের আলো ছড়িয়ে দিতে এ দরবার প্রতিষ্ঠা করা হয়। দরবারটি প্রতিষ্ঠার পর থেকেই দেশ-বিদেশে সঠিক আকিদায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এ দরবারের দায়িত্বরত পীর মাশায়েখগণ।

ছারছীনা শরীফের কুতবুল আলম আল্লামা শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাও. নেছার উদ্দিন আহম্দ (রহ.) এর প্রধান খলিফা সন্তোষপুর দরবার শরীফের পীরে মোকাম্মল শাহ্ সূফী আলহজ্ব হযরত মাওলানা মোছলেহ উদ্দিন (রহ.) এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফ কমপ্লেক্সে পীরে মোকাম্মল মোহাম্মদ বিন মোছলেহ্ উদ্দিন (রহ.) গত ২০১৪ সালের জুন মাসের ৬ তারিখে মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত দরবারটির দায়িত্বপালন করেছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ফরিদগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!