চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে জামাল খান (৬৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৫জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ওই একটি বাড়িতে থাকা জয়তুন গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
জামাল খান চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডী গ্রামের খান বাড়ির মৃত হাফিজ খানের ছেলে। তিনি পেশায় গাছ কাটার শ্রমিক।
গাছ কাটার সাথে থাকা আরেক শ্রমিক আল আমিন বলেন, আমরা তিনজন সকালে ওই বাড়িতে গাছ কাটতে আসি । জামাল খান গাছের ডাল কাটতে উঠে হঠাৎ করে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। পরে আমরা লাশ বাড়িতে নিয়ে আসি।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুশান্ত কুমার বিশ্বাস বলেন, ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। চিকিৎসা দেয়া হলে কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।