মুহাম্মদ বাদশা ভূঁইয়া:
মহান মে দিবস-২০২৩ উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পহেলা মে সকাল ১০ টায় আওয়ামীলীগের দলিয় কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু মুজিব ১৯৭২ সালে জাতীয় দিবস ঘোষণা করেন। বঙ্গবন্ধু ছিলেন শ্রমিকের অকৃত্রিম বন্ধু। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শ্রমিকের দাবি ওয়েজ বোর্ডের মাধ্যমে পুরন করেছেন। জননেত্রী শেখ হাসিনার সরকার শ্রমবান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য অধিকাররের প্রতি বর্তমান সরকার আন্তরিক। বর্তমান সরকার এদেশের গরিব মেহনতী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি পক্ষ গোলা পানির মাছ শিকারের জন্য প্রস্তুত রয়েছে। তাদের স্বপ্ন কোনদিন পুরন হবেনা
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুল ইসলাম ওহিদ এর সঞ্চালনায় আরো রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য বদিউজ্জামান কিরন, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়া, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু মাজি, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল গাজী প্রমূখ।