জাতীয় শ্রমিক লীগ, হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১ মে) হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. শাহাদাত হোসেন রানার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম মামুন। বক্তব্যের শুরুতেই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের মাগফেরাত কামনা করেন।
তিনি বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসি ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়ন থেকে আমরাও পিছিয়ে নেই। আমাদের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের নেতৃত্বে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের হাতকে শক্তিশালী করতে হবে। তাই, আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কাজ শুরু করতে হবে।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শুকুর আলম গাজীর উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সোহাগ আহমেদ মাইনু, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি যুগল সাহা প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শাকিল হোসেন, যুগল সাহা ও কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক শেখ মনির হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক এমরান হোসেন, কালচো দক্ষিণ ইউনিয়নের আহবায়ক আহসান হাবীব খোকন, যুগ্ম আহবায়ক রুশদি হাসান, পৌর ২নং ওয়ার্ড সভাপতি জহির হোসেন, বড়কুল পশ্চিম ইউনিয়নের শ্রমিক নেতা ক্যাপ্টেন মো. সফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ