চাঁদপুরে ৭৪ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী সাড়ে ৩৬ হাজার

  • আপডেট: ১১:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ৬২

রাত পোহালেই সারা দেশের ন্যায় চাঁদপুরে এসএসসি পরীক্ষা শুরু হবে। এবার জেলায় ৭৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সাড়ে ৩৬ হাজার ১৫জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

স্ব-স্ব উপজেলার দায়িত্বরত ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় ও কেন্দ্র মনিটরিং করবেন ইউএনও।

চাঁদপুর: চাঁদপুরে আগামী রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুস্থ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিনের লক্ষ্যে কেন্দ্রসমূহে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে সিনিয়র সরকারি কমিশনার, সরকারি কমিশনার (ভূমি) এবং সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বন্টন করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলাসহ ৮ উপজেলায় ১৫জন এক্সিকিউটিভ ম্যাজিন্ট্রেট নিয়োগ করা হয়। উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র /ভেন্যু কেন্দ্রের সমূহের নাম উল্লেখ করা হলো।

চাঁদপুর সদর উপজেলার কেন্দ্রসমূহের নাম-১.হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু-(ক) গনি আদর্শ উচ্চ বিদ্যালয় (খ) ডি এন উচ্চ বিদ্যালয় (গ) আক্কাস আলী রেলওয়ে একাডেমি।

২.মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (এস-২) ভেন্যু-লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়।

৩.বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা (দাখিল -২)। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।

৪.চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ষোলঘর (ভোকেশনাল-১)। ৫.বাবুরহাট উচ্চ বিদ্যালয় (এস-৩) ভেন্যু-বাবুরহাট স্কুল এন্ড কলেজ। ৬.এম. এম. নুরুল হক উচ্চ বিদ্যালয় (এস-৫) ভেন্যু-মঞ্জুরা ইসলামিয়া মাদ্রাসা।

পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।

৭.ওছমানিয়া কামিল মাদারসা (দাখিল-১)। ৮.ফরক্বাবাদ হাই স্কুল ভেন্যু-ফরক্কাবাদ ডিগ্রী কলেজ(ভোকেশনাল-২)। ৯.চান্দ্রা বাজার নূরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা(দাখিল-৩)।

পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।

১০.দাসাদী ডি. এস. কামিল মাদ্রাসা (দাখিল -৪)। ১১.খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজ (এস-৬) ভেন্যু-খেরুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।১২.ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-ফরক্কাবাদ ডিগ্রী কলেজ। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ।

ফরিদগঞ্জ উপজেলার পরীক্ষা কেন্দ্রসমূহে নাম-১.ফরিদগঞ্জ এ. আর. পাইলট উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু – ফরিদগঞ্জ এ.আর.পাইলট উচ্চ বিদ্যালয় (ভোকেঃ শাখা)। ২.ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় (ভোকেঃ শাখা)। ৩.ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা (দাখিল -১)। ৪.গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় (এস-৬) ভেন্যু-গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। ৫. রুপসা আহমদিয়া আলিম মাদ্রাসা (দাখিল -৩)।

পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।

৬.রুপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়। ৭.ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় (এস-৫) ভেন্যু-দক্ষিণ রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮.গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় (এস-২) ভেন্যু-গল্লাক সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯.চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ (এস-৩) ভেন্যু-চান্দ্রা ছামাদিয়া ফাযিল মাদ্রাস। ১০.চান্দ্রা ছামাদিয়া ফাযিল মাদ্রাসা (দাখিল-২) ভেন্যু-চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহর শম্পা।

হাজীগঞ্জ উপজেলার পরীক্ষা কেন্দ্রসমূহে নাম-১.হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ (এস-১) ভেন্যু-হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২.হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (এস-২) ভেন্যু-হাজীগঞ্জ পাইলট বালিকা প্রাথমিক বিদ্যালয়।

৩.হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা (দাখিল -১)।

৪.বলাখাল জে. এন. উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। ৫.হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৬.হাজীগঞ্জ টেকনিক্যাল হাই স্কুল এন্ড কলেজ। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন – জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

৭.ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় (এস-৮) ভেন্যু- ধড্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮.রামপুর উচ্চ বিদ্যালয় (এস-৫) ভেন্যু-রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯.পালিশারা উচ্চ বিদ্যালয় (এস-৭) ভেন্যু-পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০.বেলচোঁ কারিমাবাদ ফাযিল মাদ্রাসা (দাখিল

২)। ১১.রাজারগাঁও উচ্চ বিদ্যালয় (এস-৬) ভেন্যু-রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১২.রাজারগাঁও ফাযিল মাদ্রাসা (দাখিল-৩)।

১৩.নাসিরকোর্ট উচ্চ বিদ্যালয় (এস-৯) ভেন্যু-নাসিরকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।

শাহরাস্তি উপজেলার পরীক্ষা কেন্দ্রসমূহে নাম-১.শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু-শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২.নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (এস-৫) ভেন্যু-নিজ মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩.নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল-১)। ৪.সূয়াপাড়া জি. কে. উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-সুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন – জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

৫.চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা (দাখিল-১)। ৬.সূচিপাড়া উচ্চ বিদ্যালয় (এস-৩) ভেন্যু -সূচীপাড়া ডিগ্রি কলেজ। ৭.নুনিয়া ফাযিল মাদ্রাসা (দাখিল-২)। ৮. চিতোষী আর. এম. উচ্চ বিদ্যালয় (এস-২) ভেন্যু -চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

কচুয়া উপজেলা পরীক্ষা কেন্দ্রসমূহে নাম-১.কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু-কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ। ২.আশেক আলী খান উচ্চ বিদ্যালয় (এস-২) ভেন্যু- আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ। ৩.নিশ্চিন্তপুর ডি. এস. কামিল মাদ্রাসা (দাখিল -১)। ৪.রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-৯১নং রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫.আশরাফপুল আহসানিয়া উচ্চ বিদ্যালয় (এস-৬) ভেন্যু-৯৫নং আশরাফপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬.মনোহরপুর ফাযিল মাদ্রাসা (দাখিল -৩)।

পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইবনে আল জায়েদ হোসেন।

৭.সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় (এস-৩) ভেন্যু-৪নং সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮.সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল -১)। ৯. পালাখাল উচ্চ বিদ্যালয় (এস-৫) ভেন্যু -পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০.বিতারা আলিম মাদ্রাসা (দাখিল -২)। ১১.মাঝিছাগা এম. এম. উচ্চ বিদ্যালয় (এস-৭) ভেন্যু-১৭নং মাঝিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
মতলব দক্ষিণ উপজেলার পরীক্ষা কেন্দ্র সমূহে নাম-১.মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু-মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।২.মতলবগঞ্জ পাইলট বিদ্যালয় (ভোকেশনাল -১)। ৩.মতলব দারুল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসা (দাখিল-১) ভেন্যু-মতলব ডিগ্রি কলেজ। ৪.আলহাজ্ব তফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-আলহাজ্ব তফাজ্জল হোসেন ঢালী কলেজ।

৫.ঘিলাতলী সামাদিয়া ফাযিল মাদ্রাসা (দাখিল -২)। ৬.নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-নারায়ণপুর বালিকা উচ্চ বিদ্যালয়। ৭.আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় (এস-৩) ভেন্যু-আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার।

মতলব উত্তর উপজেলার পরীক্ষা কেন্দ্রসমূহের নাম-১.ছেঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু-ছেঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২.নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (এস-৭) ভেন্যু-নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ। ৩.বাগানবাড়ি আইডিয়েল একাডেমি (এস-২) ভেন্যু-বাগানবাড়ি রাশেদা বেগম কিন্ডারগার্টেন। ৪.জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-মুন্সী আজিমদ্দিন কলেজ। ৫.জামিলা খাতুন উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল-১) ভেন্যু-ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়।

৬.সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় (এস-৫) ভেন্যু-সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭.সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল-২) পো: নন্দলালপুর। ৮.দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (এস-৬) ভেন্যু – মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৯.নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয় (এস-৩) ভেন্যু-নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০.ফরাজীকান্দি উয়েসীমা কামিল মাদ্রাসা (দাখিল-১)। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান।

হাইমচর উপজেলা পরীক্ষা কেন্দ্রসমূহের নাম – ১.হাইমচর সরকারি উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু-হাইমচর বালিকা উচ্চ বিদ্যালয়। ২.হাইমচর মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র (দাখিল-১) ভেন্যু-দুর্গাপুর উচ্চ বিদ্যালয়। ৩.চরভৈরবী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল-১)। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষার শাখা সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলাসহ ৮ উপজেলায় ৭৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬হাজার ৫শ’২৩জন। এসএসসি শিক্ষার্থীর সংখ্যা ২৭হাজার ৯জন, দাখিল শিক্ষার্থীর সংখ্যা ৭হাজার ৭শ’৪৩ জন ও এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষার্থীর সংখ্যা ১হাজার ৭শ’৭১জন।

এছাড়া, এসএসসি শিক্ষার্থীদের কেন্দ্র সংখ্যা ৪৫টি, দাখিল শিক্ষার্থীদের কেন্দ্র সংখ্যা ১৯টি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষার্থীদের কেন্দ্র সংখ্যা ১০টি।

এসএসসি পরীক্ষায় সংক্রান্ত তথ্য –

চাঁদপুর সদর উপজেলায় ৬টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫শ’ ৯৫জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৩হাজার ৬শ’২৪জন, হাইমচর উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৮শ’২২জন, হাজীগঞ্জে উপজেলায় ৯টি কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা ৩হাজার ৮শ’৮৭জন, শাহারাস্তি উপজেলায় ৫টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৩হাজার ২৮ জন, কচুয়া উপজেলায় ৭টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৩হাজার ৮শ’৬৬ জন,

মতলব দক্ষিণ উপজেলায় ৪টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ২হাজার ৩৮জন ও

মতলব উত্তর উপজেলায় ৭টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১শ’৪৯জন। চাঁদপুরের ৮ উপজেলায় ৪৫টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৯জন।
দাখিল শিক্ষার্থীর সংক্রান্ত তথ্য –

চাঁদপুর সদর উপজেলায় ৪টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ১হাজার ৩৭জন, ফরিদগঞ্জ উপজেলায় ৩টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭শ’৭৭জন, হাইমচর উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৩শ’৫১জন, হাজীগঞ্জ উপজেলায় ৩টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ১হাজার ২শ’২৮জন, শাহরাস্তি উপজেলায় ২টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৭শ’৪৯ জন, কচুয়া উপজেলায় ৩টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫শ’১৯ জন, মতলব উত্তর উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৪শ’৯২ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ২টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৫শ’৯০ জন। চাঁদপুরের ৮ উপজেলায় ১৯ টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৭হাজার ৭শ’৪৩ জন।

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সংক্রান্ত তথ্য –

সদর উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা ২শ’১৮ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ১শ’৭৩জন, হাইমচর উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ২শ’ ৪০জন, হাজীগঞ্জ উপজেলায় ২টি কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা ৪শ’ ৪১জন, শাহারাস্তি উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৮৪জন, কচুয়া উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা ১শ’৭৫ জন, মতলব উত্তর উপজেলায় ২টি শিক্ষার্থীর সংখ্যা ২শ’৩৭ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ২শ’৩ জন। চাঁদপুরের আট উপজেলায় ১০টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষার্থী সংখ্যা ১হাজার ৭শ’৭১ জন।

চাঁদপুর ৮ উপজেলার স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরীক্ষার কেন্দ্র মনিটরিং ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় করবেন। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারগণ নিয়োগকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কেন্দ্র পুনঃবন্টন করতে পারবেন।

এছাড়া, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসক থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অযাচিত মানুষের প্রবেশ নিষিদ্ধ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

চাঁদপুরে ৭৪ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী সাড়ে ৩৬ হাজার

আপডেট: ১১:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

রাত পোহালেই সারা দেশের ন্যায় চাঁদপুরে এসএসসি পরীক্ষা শুরু হবে। এবার জেলায় ৭৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সাড়ে ৩৬ হাজার ১৫জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

স্ব-স্ব উপজেলার দায়িত্বরত ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় ও কেন্দ্র মনিটরিং করবেন ইউএনও।

চাঁদপুর: চাঁদপুরে আগামী রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুস্থ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিনের লক্ষ্যে কেন্দ্রসমূহে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে সিনিয়র সরকারি কমিশনার, সরকারি কমিশনার (ভূমি) এবং সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বন্টন করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলাসহ ৮ উপজেলায় ১৫জন এক্সিকিউটিভ ম্যাজিন্ট্রেট নিয়োগ করা হয়। উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র /ভেন্যু কেন্দ্রের সমূহের নাম উল্লেখ করা হলো।

চাঁদপুর সদর উপজেলার কেন্দ্রসমূহের নাম-১.হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু-(ক) গনি আদর্শ উচ্চ বিদ্যালয় (খ) ডি এন উচ্চ বিদ্যালয় (গ) আক্কাস আলী রেলওয়ে একাডেমি।

২.মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (এস-২) ভেন্যু-লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়।

৩.বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা (দাখিল -২)। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।

৪.চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ষোলঘর (ভোকেশনাল-১)। ৫.বাবুরহাট উচ্চ বিদ্যালয় (এস-৩) ভেন্যু-বাবুরহাট স্কুল এন্ড কলেজ। ৬.এম. এম. নুরুল হক উচ্চ বিদ্যালয় (এস-৫) ভেন্যু-মঞ্জুরা ইসলামিয়া মাদ্রাসা।

পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।

৭.ওছমানিয়া কামিল মাদারসা (দাখিল-১)। ৮.ফরক্বাবাদ হাই স্কুল ভেন্যু-ফরক্কাবাদ ডিগ্রী কলেজ(ভোকেশনাল-২)। ৯.চান্দ্রা বাজার নূরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা(দাখিল-৩)।

পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।

১০.দাসাদী ডি. এস. কামিল মাদ্রাসা (দাখিল -৪)। ১১.খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজ (এস-৬) ভেন্যু-খেরুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।১২.ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-ফরক্কাবাদ ডিগ্রী কলেজ। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ।

ফরিদগঞ্জ উপজেলার পরীক্ষা কেন্দ্রসমূহে নাম-১.ফরিদগঞ্জ এ. আর. পাইলট উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু – ফরিদগঞ্জ এ.আর.পাইলট উচ্চ বিদ্যালয় (ভোকেঃ শাখা)। ২.ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় (ভোকেঃ শাখা)। ৩.ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা (দাখিল -১)। ৪.গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় (এস-৬) ভেন্যু-গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। ৫. রুপসা আহমদিয়া আলিম মাদ্রাসা (দাখিল -৩)।

পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।

৬.রুপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়। ৭.ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় (এস-৫) ভেন্যু-দক্ষিণ রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮.গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় (এস-২) ভেন্যু-গল্লাক সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯.চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ (এস-৩) ভেন্যু-চান্দ্রা ছামাদিয়া ফাযিল মাদ্রাস। ১০.চান্দ্রা ছামাদিয়া ফাযিল মাদ্রাসা (দাখিল-২) ভেন্যু-চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহর শম্পা।

হাজীগঞ্জ উপজেলার পরীক্ষা কেন্দ্রসমূহে নাম-১.হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ (এস-১) ভেন্যু-হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২.হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (এস-২) ভেন্যু-হাজীগঞ্জ পাইলট বালিকা প্রাথমিক বিদ্যালয়।

৩.হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা (দাখিল -১)।

৪.বলাখাল জে. এন. উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। ৫.হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৬.হাজীগঞ্জ টেকনিক্যাল হাই স্কুল এন্ড কলেজ। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন – জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

৭.ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় (এস-৮) ভেন্যু- ধড্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮.রামপুর উচ্চ বিদ্যালয় (এস-৫) ভেন্যু-রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯.পালিশারা উচ্চ বিদ্যালয় (এস-৭) ভেন্যু-পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০.বেলচোঁ কারিমাবাদ ফাযিল মাদ্রাসা (দাখিল

২)। ১১.রাজারগাঁও উচ্চ বিদ্যালয় (এস-৬) ভেন্যু-রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১২.রাজারগাঁও ফাযিল মাদ্রাসা (দাখিল-৩)।

১৩.নাসিরকোর্ট উচ্চ বিদ্যালয় (এস-৯) ভেন্যু-নাসিরকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।

শাহরাস্তি উপজেলার পরীক্ষা কেন্দ্রসমূহে নাম-১.শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু-শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২.নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (এস-৫) ভেন্যু-নিজ মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩.নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল-১)। ৪.সূয়াপাড়া জি. কে. উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-সুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন – জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

৫.চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা (দাখিল-১)। ৬.সূচিপাড়া উচ্চ বিদ্যালয় (এস-৩) ভেন্যু -সূচীপাড়া ডিগ্রি কলেজ। ৭.নুনিয়া ফাযিল মাদ্রাসা (দাখিল-২)। ৮. চিতোষী আর. এম. উচ্চ বিদ্যালয় (এস-২) ভেন্যু -চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

কচুয়া উপজেলা পরীক্ষা কেন্দ্রসমূহে নাম-১.কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু-কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ। ২.আশেক আলী খান উচ্চ বিদ্যালয় (এস-২) ভেন্যু- আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ। ৩.নিশ্চিন্তপুর ডি. এস. কামিল মাদ্রাসা (দাখিল -১)। ৪.রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-৯১নং রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫.আশরাফপুল আহসানিয়া উচ্চ বিদ্যালয় (এস-৬) ভেন্যু-৯৫নং আশরাফপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬.মনোহরপুর ফাযিল মাদ্রাসা (দাখিল -৩)।

পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইবনে আল জায়েদ হোসেন।

৭.সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় (এস-৩) ভেন্যু-৪নং সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮.সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল -১)। ৯. পালাখাল উচ্চ বিদ্যালয় (এস-৫) ভেন্যু -পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০.বিতারা আলিম মাদ্রাসা (দাখিল -২)। ১১.মাঝিছাগা এম. এম. উচ্চ বিদ্যালয় (এস-৭) ভেন্যু-১৭নং মাঝিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
মতলব দক্ষিণ উপজেলার পরীক্ষা কেন্দ্র সমূহে নাম-১.মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু-মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।২.মতলবগঞ্জ পাইলট বিদ্যালয় (ভোকেশনাল -১)। ৩.মতলব দারুল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসা (দাখিল-১) ভেন্যু-মতলব ডিগ্রি কলেজ। ৪.আলহাজ্ব তফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-আলহাজ্ব তফাজ্জল হোসেন ঢালী কলেজ।

৫.ঘিলাতলী সামাদিয়া ফাযিল মাদ্রাসা (দাখিল -২)। ৬.নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-নারায়ণপুর বালিকা উচ্চ বিদ্যালয়। ৭.আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় (এস-৩) ভেন্যু-আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার।

মতলব উত্তর উপজেলার পরীক্ষা কেন্দ্রসমূহের নাম-১.ছেঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু-ছেঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২.নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (এস-৭) ভেন্যু-নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ। ৩.বাগানবাড়ি আইডিয়েল একাডেমি (এস-২) ভেন্যু-বাগানবাড়ি রাশেদা বেগম কিন্ডারগার্টেন। ৪.জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় (এস-৪) ভেন্যু-মুন্সী আজিমদ্দিন কলেজ। ৫.জামিলা খাতুন উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল-১) ভেন্যু-ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়।

৬.সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় (এস-৫) ভেন্যু-সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭.সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল-২) পো: নন্দলালপুর। ৮.দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (এস-৬) ভেন্যু – মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৯.নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয় (এস-৩) ভেন্যু-নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০.ফরাজীকান্দি উয়েসীমা কামিল মাদ্রাসা (দাখিল-১)। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান।

হাইমচর উপজেলা পরীক্ষা কেন্দ্রসমূহের নাম – ১.হাইমচর সরকারি উচ্চ বিদ্যালয় (এস-১) ভেন্যু-হাইমচর বালিকা উচ্চ বিদ্যালয়। ২.হাইমচর মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র (দাখিল-১) ভেন্যু-দুর্গাপুর উচ্চ বিদ্যালয়। ৩.চরভৈরবী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল-১)। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন-মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষার শাখা সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলাসহ ৮ উপজেলায় ৭৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬হাজার ৫শ’২৩জন। এসএসসি শিক্ষার্থীর সংখ্যা ২৭হাজার ৯জন, দাখিল শিক্ষার্থীর সংখ্যা ৭হাজার ৭শ’৪৩ জন ও এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষার্থীর সংখ্যা ১হাজার ৭শ’৭১জন।

এছাড়া, এসএসসি শিক্ষার্থীদের কেন্দ্র সংখ্যা ৪৫টি, দাখিল শিক্ষার্থীদের কেন্দ্র সংখ্যা ১৯টি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষার্থীদের কেন্দ্র সংখ্যা ১০টি।

এসএসসি পরীক্ষায় সংক্রান্ত তথ্য –

চাঁদপুর সদর উপজেলায় ৬টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫শ’ ৯৫জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৩হাজার ৬শ’২৪জন, হাইমচর উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৮শ’২২জন, হাজীগঞ্জে উপজেলায় ৯টি কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা ৩হাজার ৮শ’৮৭জন, শাহারাস্তি উপজেলায় ৫টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৩হাজার ২৮ জন, কচুয়া উপজেলায় ৭টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৩হাজার ৮শ’৬৬ জন,

মতলব দক্ষিণ উপজেলায় ৪টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ২হাজার ৩৮জন ও

মতলব উত্তর উপজেলায় ৭টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১শ’৪৯জন। চাঁদপুরের ৮ উপজেলায় ৪৫টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৯জন।
দাখিল শিক্ষার্থীর সংক্রান্ত তথ্য –

চাঁদপুর সদর উপজেলায় ৪টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ১হাজার ৩৭জন, ফরিদগঞ্জ উপজেলায় ৩টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭শ’৭৭জন, হাইমচর উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৩শ’৫১জন, হাজীগঞ্জ উপজেলায় ৩টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ১হাজার ২শ’২৮জন, শাহরাস্তি উপজেলায় ২টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৭শ’৪৯ জন, কচুয়া উপজেলায় ৩টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫শ’১৯ জন, মতলব উত্তর উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৪শ’৯২ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ২টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৫শ’৯০ জন। চাঁদপুরের ৮ উপজেলায় ১৯ টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৭হাজার ৭শ’৪৩ জন।

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সংক্রান্ত তথ্য –

সদর উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা ২শ’১৮ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ১শ’৭৩জন, হাইমচর উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ২শ’ ৪০জন, হাজীগঞ্জ উপজেলায় ২টি কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা ৪শ’ ৪১জন, শাহারাস্তি উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৮৪জন, কচুয়া উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা ১শ’৭৫ জন, মতলব উত্তর উপজেলায় ২টি শিক্ষার্থীর সংখ্যা ২শ’৩৭ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ১টি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ২শ’৩ জন। চাঁদপুরের আট উপজেলায় ১০টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষার্থী সংখ্যা ১হাজার ৭শ’৭১ জন।

চাঁদপুর ৮ উপজেলার স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরীক্ষার কেন্দ্র মনিটরিং ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় করবেন। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারগণ নিয়োগকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কেন্দ্র পুনঃবন্টন করতে পারবেন।

এছাড়া, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসক থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অযাচিত মানুষের প্রবেশ নিষিদ্ধ।