• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৩
সর্বশেষ আপডেট : ২১ এপ্রিল, ২০২৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ীতে ডাকাতি

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

কুমিল্লার বরুড়ায় এক অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ওই পুলিশ কর্মকর্তার গাড়ি থেকে ৪ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লার-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া এলাকার হাজী এন্টারপ্রাইজের সামনে ওই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার পুলিশ কর্মকর্তা মো. শাহজাহান সিআইডিতে কর্মরত। তার বাড়ী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামে।

লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, গাড়িতে পুলিশ কর্মকর্তা মো. শাহজাহান ও তার পরিবারের সদস্যরা ছিলেন।

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশের হাজী এন্টারপ্রাইজের সামনে আসলে গাড়ির চাকায় রড নিক্ষেপ করে ডাকাতের দল। পরে চালক গাড়ি থামাতেই চারদিক ঘিরে সব লুট করে নিয়ে যায় ডাকাতরা।

গাড়িতে পুলিশ সুপারের স্ত্রী ও সন্তানসহ ৫-৬ জন সদস্য ছিলেন। এ বিষয়ে বরুড়া থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ডাকাতদল তিন লাখ ৭০ হাজার নগদ টাকা ও বিদেশি ব্র্যন্ডের ঘড়ি ও আংটি নিয়ে গেছে। সব মিলিয়ে ডাকাতরা ৪ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে।

এসময় বাধা দিতে গেলে পুলিশ কর্মকর্তার শরীরেও আঘাতের চেষ্টা করে ডাকাতরা।ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে বলে জানান ওসি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!