• ঢাকা
  • শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৩

সৌদিতে বন্ধুর হাতে প্রতারণার শিকার হয়ে স্বর্বস্ব হারালেন দেলোয়ার

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
প্রতারক শাহাদাত

মোহাম্মদ উল্যাহ বুলবুল॥

সৌদিতে বন্ধুর হাতে প্রতারণার শিকার হয়ে স্বর্বস্ব হারিয়েছে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাশারা গ্রামের কাশিম আলী বেপারী বাড়ীর মৃত মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে দেলোয়ার।

প্রতারক বন্ধু হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের পূর্ব কাজিরগাঁও গ্রামের নোয়া বাড়ীর দেলোয়ার হোসেনের ছেলে শাহাদাৎ হোসেন।

মামলা সূত্রে জানাযায়, হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়ন পূর্ব কাজিরগাঁও গ্রামের নোয়াবাড়ীর দেলোয়ার হোসেনের ছেলে শাহাদাৎ হোসেনের সাথে ২০১৮ সালে সৌদিতে ব্যবসায়িক ভাবে পরিচয় হয় দেলোয়ারের।

পরিচয়ের সূত্রধরে উভয়ের মাঝে বন্ধুত্ব গড়ে উঠে। এরই মধ্যে সৌদি আরবে ব্যবসা করার কথা বলে প্রতারক শাহাদাত ১৫ অক্টোবর-২০২০ সালে ১ মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করে ৬০ হাজার রিয়াল হাওলাত নেয়। যা বাংলা টাকায় প্রায় ২২ লক্ষ টাকার সমান।

১ মাস পর টাকা দেয়ার কথা থাকলেও বিবাদী প্রতারক শাহাদাত তার মায়ের অসুস্থ্যতার কথা বলে ২ মাস সময় নেয়। কিন্তু ৩ মাস পর দেলোয়ারের কাছে পাওনা টাকা চাইলে সে, সবার অগোচরে দোকান বিক্রয় করে দেশে চলে আসে।

পরবর্তীতে আমি ছুটিতে এসে শাহাদাতের কাছে পাওনা টাকা চাইলে সে বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকী ও প্রাণনাশের ভয় দেখায়।

এবিষয়ে দেলোয়ার হোসেনের মুঠো ফোনে কয়েকবার ফোন করলেও সে ফোন না ধরায় তা বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ থানায় অভিযোগ দায়েরের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত চলছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ফরিদগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!