গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কাউন্সিল সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২২

হাজীগঞ্জের ১০নং গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০নং কাশিমপুর বাজার সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসায় এ দ্বি-বার্ষিক সম্মেল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সভাপতি হাফেজ মাও নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী রোটা. জাকির হোসেন মিয়াজি, সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মিয়াজী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোঃ মীর হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক জুবায়ের আল মাহমুদ, উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য মুফতি বদিউজ্জামান, মাওলানা শাহাদাত হোসেন জাহেরী’সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক সম্মেলন শেষে মিলাদ ও কিয়াম এবং মুনাজাত অনুষ্ঠিত হয়।

Sharing is caring!

আরও সংবাদ