• ঢাকা
  • বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২২

কচুয়ায় নব-বিবাহীত স্ত্রীকে মারতে দেখে ডাক দেয়ায় চাচাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-নতুনেরকথা।

চাঁদপুরের কচুয়ায় ভাতিজার চুরিকাঘাতে চাচা ওমর ফারুক (৩২) নিহত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা হৃদরোগ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক একই গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সহদেবপুর গ্রামের নবীর হোসেনের ছেলে শরীফ হোসেন গত দেড় মাস আগে বিয়ে করে।

শুক্রবার দুপুরে শরীফ তার স্ত্রীকে মারধর করছে তখন তার বাবা নবীর হোসেন তাকে ডাক দিলে শরীফ তার বাবার গালে স্ব-জোরে তাপ্পড় মারে। এতে তার বাবার নাক ও মুখ দিয়ে রক্ত জখম হতে থাকে। ভাইয়ের এ অবস্থা দেখে শরীফের চাচা এগিয়ে এসে বাধা দিলে শরীফ তার চাচা ওমর ফারুককে তার হাতে থাকা চুরি দিয়ে আঘাত করে। এতে ফারুক গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এবং পরে ঢাকা হৃদরোগ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ফারুক মৃত্যুবরণ করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে ভাতিজার চুরিকাঘাতে চাচা নিহত হয়।

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি। ঘটনার পর থেকে আসামি শরীফ পলাতক রয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!