নিজস্ব প্রতিবেদক :
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ স্লোগানকে প্রতিপাদ্য রেখে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় গত ২৭জুলাই বুধবার (৫ম দিন) সকাল ১১ ঘটিকায় ২ ০ জন প্রান্তিক মৎস্য চাযী কে নিয়ে প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিআরডির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুস সোবহান লিটন, এ ছাড়া আরও উপস্থিত ছিলেন লিফ মোঃ জাকির হোসেন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মৎস্যচাযী,/মৎস্যজিবিগন, প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা বলেন বাংলাদেশ মাছ চাষে তয় স্হান, উৎপাদনে বিশ্বের মধ্যে ৪র্থ স্হান অজঁন করেছে, আর প্রাকৃতিক ইলিশ সম্পদে বিশ্বের মধ্যে বাংলাদেশ ১ম। তিনি মৎস্য চাষীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মৎস্য অফিসের মাধ্যমে চাষের জন্য সঠিক পরামশ নিবেন। বিশেষ অতিথির বক্তব্যে আবদুস সালাম জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের বুকে মৎস্য উৎপাদন রোল মডেল, এই অব্যাহত রাখতে হবে। আপনাদের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে সহযোগিতা করেছেন। পরে ৩ জন মৎস্য চাযীর মাঝে মাছের উপকরন বিতরন করেন।