বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব অনেক। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে অনেক সমস্যাগ্রস্ত, সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশু রয়েছে। তাঁদের অধিকার প্রতিষ্ঠায় একজন সমাজকর্মী বিভিন্ন প্রত্যয়িত শিশু সুরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান যেমন. কিশোর উন্নয়ন কেন্দ্র, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র , সরকারি ও বেসরকারি এতিমখানা, শিশু নিবাসে প্রেরণ করার উদ্যোগ নিতে পারেন। এখানে উপস্থিত ব্যক্তিবর্গ শিশুর সুরক্ষার জন্য নিজেরাও যেমন জানলেন তেমনি অপরকেও শিশুর সুরক্ষায় ফোন ১০৯৮ (টোল ফ্রি) নম্বরে ফোন করে সহায়তা গ্রহণের বিষয়টি প্রচার করতে পারেন।
তিনি বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক র্যালি ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর যৌথ উদ্যোগে সমাজকর্ম বিষয়ক প্রচারণা জোরদার করার লক্ষ্যে ও কর্মক্ষেত্রে সমাজকর্ম পেশার গুরুত্ব সম্পর্কে ধারণা বৃদ্ধির জন্যে র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুননাহার চৌধুরী প্রমূখ।
পথসভা শেষে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়, শহর সমাজসেবা কার্যালয় এবং চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মীবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, চাঁদপুর সরকারি কলেজ ও পুরান বাজার ডিগ্রী কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সর্বস্তরের জনগণ, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।