বঙ্গবন্ধুর গানের মোড়ক উন্মোচন করেন শিামন্ত্রী ডাঃ দীপু মনি

  • আপডেট: ১১:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ৪০

মোড়ক উন্মোচন হলো স্বপ্নধারা নিবেদিত ৭টি গানের ‘জন্মভূমি’ অ্যালবাম। ২৫ জুলাই সোমবার শিামন্ত্রী ডাঃ দীপু মনি এ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।

মইনুদ্দিন লিটন ভূঁইয়ার কথা ও সুরে এবং জিয়াউল আহসান টিটোর প্রযোজনা ‘জন্মভূমি’ অ্যালবামের জন্যে গানগুলো গেয়েছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী ও শুভমিতা ব্যানার্জী এবং বাংলাদেশের সংগীতশিল্পী রাজিব, কিশোর, মুহিন ও লিজা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার ও সুরকার মইনুদ্দিন লিটন ভূঁইয়া, প্রযোজক জিয়াউল আহসান টিটো, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলার সভাপতি অ্যাডঃ জাফর ইকবাল মুন্না।

স্বপ্নধারার ‘জন্মভূমি’ অ্যালবামে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশু শেখ রাসেল, জননেত্রী শেখ হাসিনা, প্রকৃত ও দেশাত্মবোধক গান রয়েছে। জিয়াউল আহসান টিটোর ধারাবর্ণনায় এ অ্যালবামে সাতটি গান প্রকাশ করা হয়েছে। স্বপ্নধারার ইউটিউব চ্যানেলে ‘জন্মভূমি’ অ্যালবামের গানের ভিডিও দেখা যাবে।

https://www.youtube.com/channel/UCQdKZqqrtmoK7DcGeujdobA

Tag :
সর্বাধিক পঠিত

ফরিদগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বঙ্গবন্ধুর গানের মোড়ক উন্মোচন করেন শিামন্ত্রী ডাঃ দীপু মনি

আপডেট: ১১:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

মোড়ক উন্মোচন হলো স্বপ্নধারা নিবেদিত ৭টি গানের ‘জন্মভূমি’ অ্যালবাম। ২৫ জুলাই সোমবার শিামন্ত্রী ডাঃ দীপু মনি এ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।

মইনুদ্দিন লিটন ভূঁইয়ার কথা ও সুরে এবং জিয়াউল আহসান টিটোর প্রযোজনা ‘জন্মভূমি’ অ্যালবামের জন্যে গানগুলো গেয়েছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী ও শুভমিতা ব্যানার্জী এবং বাংলাদেশের সংগীতশিল্পী রাজিব, কিশোর, মুহিন ও লিজা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার ও সুরকার মইনুদ্দিন লিটন ভূঁইয়া, প্রযোজক জিয়াউল আহসান টিটো, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলার সভাপতি অ্যাডঃ জাফর ইকবাল মুন্না।

স্বপ্নধারার ‘জন্মভূমি’ অ্যালবামে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশু শেখ রাসেল, জননেত্রী শেখ হাসিনা, প্রকৃত ও দেশাত্মবোধক গান রয়েছে। জিয়াউল আহসান টিটোর ধারাবর্ণনায় এ অ্যালবামে সাতটি গান প্রকাশ করা হয়েছে। স্বপ্নধারার ইউটিউব চ্যানেলে ‘জন্মভূমি’ অ্যালবামের গানের ভিডিও দেখা যাবে।

https://www.youtube.com/channel/UCQdKZqqrtmoK7DcGeujdobA