মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউপি নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ সম্পন্ন

  • আপডেট: ০৮:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ৪৮

মতলব দক্ষিণ প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউপি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত চলবে।

কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে ভোটাররা। সকাল থেকে ভোটারের উপস্থিতি ছিল অনেক বেশি। তবে ইভিএম পদ্ধতি নতুন হওয়ায় ভোট প্রদানে সময় লাগছে একটু। প্রখর রোদ উপেক্ষা করে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে উৎফুল্ল অনেকেই।

কেন্দ্র পরিদর্শন করে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। পরিবেশ খুবই সন্তোষজনক। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে। নির্বাচন সম্পন্ন হতে সকলে সহযোগিতা করবেন।

খাদেরগাঁও ইউনিয়নে পুরুষ ভোটার ৯০১২, মহিলা ভোটার ৮৮০২ জন, মোট ভোটার ১৭৮১৪ জন।

এদিকে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সৈয়দ মনজুর হোসেন রিপন মীর (নৌকা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ইকবাল হোসেন (ঘোড়া প্রতীক) ও ইসলামী  শরিফুল ইসলাম সুজন (হাতপাখা প্রতীক)।

এছাড়াও সাধারণ ইউপি সদস্য পদে মোট প্রার্থী ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউপি নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ সম্পন্ন

আপডেট: ০৮:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউপি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত চলবে।

কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে ভোটাররা। সকাল থেকে ভোটারের উপস্থিতি ছিল অনেক বেশি। তবে ইভিএম পদ্ধতি নতুন হওয়ায় ভোট প্রদানে সময় লাগছে একটু। প্রখর রোদ উপেক্ষা করে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে উৎফুল্ল অনেকেই।

কেন্দ্র পরিদর্শন করে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। পরিবেশ খুবই সন্তোষজনক। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে। নির্বাচন সম্পন্ন হতে সকলে সহযোগিতা করবেন।

খাদেরগাঁও ইউনিয়নে পুরুষ ভোটার ৯০১২, মহিলা ভোটার ৮৮০২ জন, মোট ভোটার ১৭৮১৪ জন।

এদিকে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সৈয়দ মনজুর হোসেন রিপন মীর (নৌকা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ইকবাল হোসেন (ঘোড়া প্রতীক) ও ইসলামী  শরিফুল ইসলাম সুজন (হাতপাখা প্রতীক)।

এছাড়াও সাধারণ ইউপি সদস্য পদে মোট প্রার্থী ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।