যানজট নিরসনে শুধু আলোচনা নয়, স্থায়ী সমাধান করা দরকার: ডিসি কামরুল হাসান

  • আপডেট: ১০:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ১৭

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, আমি যোগদানের পর দেখেছি, এখানে বড় সমস্যা হচ্ছে যানজট সমস্যা। এটার জন্যে আসলে স্থায়ী সমাধান করা দরকার। জনকল্যাণের দিকে তাঁকিয়ে আমরা ইচ্ছা করলে রেলওয়ের জায়গাও নিতে পারি সর্বসম্মতিক্রমে। কতদিন আর আলোচনা হবে,এখন আলোচনা শুধু নয়, সমাধান দরকার। রাত ৮টার পর চাঁদপুর শহরে ট্রাক চলাচল করবে। রাত ৮ টার আগে খুব জরুরি কিছু না থাকলে ট্রাক চলাচল বন্ধ থাকবে। রড সিমেন্টের দোকান থেকে সকালে যেন ভ্যানগাড়ী না বের হয়।

জেলা প্রশাসক বলেন, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোৎন করা হবে। ওইদিন আমরা বর্নিল আয়োজন করার জন্যে ইতিমধ্যে আমরা সবধরণের প্রস্তুতি নিয়েছি,তার কাজ এখনো চলছে আমরা প্রায় প্রতিদিনই একাজের তদারকি করছি। উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের লোকজন অংশ নিবেন। স্মরণ কালের সবচেয়ে বড় জমায়েত যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

কোভিড সস্পর্কে জেলা প্রশাসক বলেন, বর্তমানে করোনার প্রাদুর্ভাব আবারও বেড়ে চলছে।তারজন্যে আমাদের সতর্ক থাকার দরকার। অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো ও ক্লিনিকগুলোর জন্যে নিয়মিত অভিযান চলছে। এসব অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে মানুষ সেবা নয় অসুবিধাই পাচ্ছে। এব্যাপারে সকলের সহযোগিতা দরকার।

জেলা প্রশাসক বন্যা সংক্রান্ত ব্যাপারে বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে সভা হয়েছে বন্যা সংক্রান্তের ব্যাপারে। যদি বন্যা হয় তাহলে বন্যার পানি আমাদেরকে বিন্দুমাত্র সময় দিবে না, তাই আমাদের সর্বরকম প্রস্তুতি থাকতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র মো: জিল্লুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।

Tag :
সর্বাধিক পঠিত

খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফেরে উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

যানজট নিরসনে শুধু আলোচনা নয়, স্থায়ী সমাধান করা দরকার: ডিসি কামরুল হাসান

আপডেট: ১০:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, আমি যোগদানের পর দেখেছি, এখানে বড় সমস্যা হচ্ছে যানজট সমস্যা। এটার জন্যে আসলে স্থায়ী সমাধান করা দরকার। জনকল্যাণের দিকে তাঁকিয়ে আমরা ইচ্ছা করলে রেলওয়ের জায়গাও নিতে পারি সর্বসম্মতিক্রমে। কতদিন আর আলোচনা হবে,এখন আলোচনা শুধু নয়, সমাধান দরকার। রাত ৮টার পর চাঁদপুর শহরে ট্রাক চলাচল করবে। রাত ৮ টার আগে খুব জরুরি কিছু না থাকলে ট্রাক চলাচল বন্ধ থাকবে। রড সিমেন্টের দোকান থেকে সকালে যেন ভ্যানগাড়ী না বের হয়।

জেলা প্রশাসক বলেন, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোৎন করা হবে। ওইদিন আমরা বর্নিল আয়োজন করার জন্যে ইতিমধ্যে আমরা সবধরণের প্রস্তুতি নিয়েছি,তার কাজ এখনো চলছে আমরা প্রায় প্রতিদিনই একাজের তদারকি করছি। উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের লোকজন অংশ নিবেন। স্মরণ কালের সবচেয়ে বড় জমায়েত যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

কোভিড সস্পর্কে জেলা প্রশাসক বলেন, বর্তমানে করোনার প্রাদুর্ভাব আবারও বেড়ে চলছে।তারজন্যে আমাদের সতর্ক থাকার দরকার। অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো ও ক্লিনিকগুলোর জন্যে নিয়মিত অভিযান চলছে। এসব অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে মানুষ সেবা নয় অসুবিধাই পাচ্ছে। এব্যাপারে সকলের সহযোগিতা দরকার।

জেলা প্রশাসক বন্যা সংক্রান্ত ব্যাপারে বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে সভা হয়েছে বন্যা সংক্রান্তের ব্যাপারে। যদি বন্যা হয় তাহলে বন্যার পানি আমাদেরকে বিন্দুমাত্র সময় দিবে না, তাই আমাদের সর্বরকম প্রস্তুতি থাকতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র মো: জিল্লুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।