চাঁদপুর জেলায় কর্মরত অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের নিয়ে ‘চাঁদপুর জেলা অনলাইন সাংবাদিক ফোরাম’ এর দুই বছর মেয়াদী কমিটি পুনরায় গঠন করা হয়েছে।
গত ১৫ জুন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় চাঁদপুর জেলায় কর্মরত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সম্মতিতে দুই বছর মেয়াদি ‘চাঁদপুর জেলা অনলাইন সাংবাদিক ফোরাম’ এর ১৯ সদস্য বিশিষ্ট কমিটি পুন:রায় গঠন করা হয়।
গঠিত কার্যকরি কমিটির সদস্যরা হলেন-সভাপতি মো. বিপ্লব সরকার (ক্রাইম এ্যাকশন), সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন (ফোকাস মোহনা), সহ-সভাপতি মানিক দাস (সংবাদ টুডে), মো. মিজানুর রহমান (এফএনএস ও ফোকাস মোহনা), যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সোহেল (জাগ্রত নিউজ), মাজহারুল ইসলাম অনিক (ডেইলি বাংলাদেশ ও চাঁদপুর টাইমস্), সাংগঠনিক সম্পাদক শাওন পাটোয়ারী (বিডি সমাচার) সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসাইন পাটোয়ারী (ফ্রি লেন্সার), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম (ফোকাস মোহনা), দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম (জয়ী বাংলা), অর্থ সম্পাদক শাহরিয়ার পলাশ (ফোকাস মোহনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সজিব খান (প্রিয় চাঁদপুর), ক্রীড়া সম্পাদক মো. মাসুম বেপারী (ফ্রি লেন্সার)।
কার্যকরী সদস্য: বাদল মজুমদার (ফোকাস বাংলা), এডভোকেট মহসিন খান (চাঁদনিউজ২৪.কম), মো. আকতার হোসেন (ফোকাস মোহনা) ও নিজাম উদ্দিন (চাঁদপুর ট্রিবিউন)।
সংগঠনের সভাপতি বিপ্লব সরকার জানান, কার্যকরি কমিটির সদস্য ছাড়াও সংগঠনের সার্বিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে পর্যায়ক্রমে পর্যালোচনার মাধ্যমে সংগঠনের নিয়মানুসারে নতুন সদস্য নেওয়া হবে। এ কমিটি ১৪ জুন ২০২৪ সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।
এর আগে ২০১৯ সালে চাঁদপুরে অনলাইন সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়। বৈশ্বিক করোনা মহামারির কারণে কার্যক্রমে কিছুটা স্থবিরতা নেমে আসে। করোনার মাঝেও চাঁদপুরে অনলাইন সাংবাদিক ফোরামের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে থেকে তাদের কার্যক্রম ও সংবাদ প্রকাশ অব্যাহত রাখেন।