আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত চাঁদপুর

  • আপডেট: ০৪:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
  • ০ Views

বিশেষ প্রতিনিধি:
ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে চরম অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চাঁদপুর জেলা কওমি সংগঠন। গতকাল শুক্রবার বাদ জুমআ শহরের শপথ চত্বরে বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম।

জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা এসে জমায়েত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় শহর। অনেকেই চোখের পানি মুছতে থাকেন। রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার প্রতিবাদ কামনা করেন।

সংগঠনের সদস্য মুফতি নূরে আলমে পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাও. লিয়াকত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, আলহাজ এস এম আনওয়ারুল করিম, হাফেজ মো. ওবায়েদুল্লাহ, মাও. তোফায়েল আহমেদ, ফারুক মো. নোয়াঈম, মো. আবুল কালাম আজাদসহ আরো অনেকে।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত চাঁদপুর

আপডেট: ০৪:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২

বিশেষ প্রতিনিধি:
ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে চরম অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চাঁদপুর জেলা কওমি সংগঠন। গতকাল শুক্রবার বাদ জুমআ শহরের শপথ চত্বরে বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম।

জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা এসে জমায়েত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় শহর। অনেকেই চোখের পানি মুছতে থাকেন। রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার প্রতিবাদ কামনা করেন।

সংগঠনের সদস্য মুফতি নূরে আলমে পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাও. লিয়াকত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, আলহাজ এস এম আনওয়ারুল করিম, হাফেজ মো. ওবায়েদুল্লাহ, মাও. তোফায়েল আহমেদ, ফারুক মো. নোয়াঈম, মো. আবুল কালাম আজাদসহ আরো অনেকে।