ফরিদপুরের সালথায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) বিকালে উপজেলা আওয়ামী
যুবলীগের আয়োজনে বিএনপি-জামাত কর্তৃক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথমে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের চত্বরে সমানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি খায়রুজ্জামানবাবু মোল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া,
সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিিবুর রহমক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, প্রমুখ। এই সময় উপস্তিত ছিলেন যুব লীগ নেতা, সুমন, সনজিত, বাদল, সোহেল, সুজিত, সহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
সুজিত কুমার দত্ত