চাঁদপুরে ছিনতাই হওয়ায় ১৮ টন সয়াবিন উদ্ধার, আটক ৩ জন কারাগারে

  • আপডেট: ১০:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ৪৪

ছবি-সংগৃহিত।

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুর থেকে ছিনতাই হওয়ায় ১৮ টন সয়াবিন উদ্ধার ও ৩ ছিনতাইকারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (৪ জুন) ছিনতাই হওয়া সয়াবিন নোয়াখালী মাইজদী এলাকা থেকে উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের শনিবার বিকেলে আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

মডেল থানা সূত্রে জানা গেছে, বরিশাল মুলাদির থেকে ১৮ টন সয়াবিন নৌপথে চাঁদপুর আসার পর ট্রান্সপোর্টের মাধ্যমে একটি ট্রাকের লোড করে লক্ষ্মীপুর বিসিকে পাঠানো হয়।

ট্রাক চালক ও হেলপার সেই মাল বিসিকে না নিয়ে মাইজদী জনৈক এক ব্যবসায়ীর কাছে ৪ লাখ টাকায় বিক্রি করেন। মাল বিক্রির টাকা নিতে আসলে স্থানীয় ব্যবসায়ীরা তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়।

চাঁদপুর থেকে ছিনতাই হওয়া মালের সন্ধান পাওয়ার পরেই চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া সয়াবিন উদ্ধারসহ ৩ জনকে আটক করে।

পুলিশ জানান, এর পূর্বেও চাঁদপুর থেকে বেশ কয়েকটি ট্রাকসহ মাল ছিনতাই হওয়ার ঘটনা ঘটে। অবশেষে ছিনতাই হওয়া সয়াবিন উদ্ধার করা সম্ভব হয় এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

চাঁদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

চাঁদপুরে ছিনতাই হওয়ায় ১৮ টন সয়াবিন উদ্ধার, আটক ৩ জন কারাগারে

আপডেট: ১০:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুর থেকে ছিনতাই হওয়ায় ১৮ টন সয়াবিন উদ্ধার ও ৩ ছিনতাইকারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (৪ জুন) ছিনতাই হওয়া সয়াবিন নোয়াখালী মাইজদী এলাকা থেকে উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের শনিবার বিকেলে আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

মডেল থানা সূত্রে জানা গেছে, বরিশাল মুলাদির থেকে ১৮ টন সয়াবিন নৌপথে চাঁদপুর আসার পর ট্রান্সপোর্টের মাধ্যমে একটি ট্রাকের লোড করে লক্ষ্মীপুর বিসিকে পাঠানো হয়।

ট্রাক চালক ও হেলপার সেই মাল বিসিকে না নিয়ে মাইজদী জনৈক এক ব্যবসায়ীর কাছে ৪ লাখ টাকায় বিক্রি করেন। মাল বিক্রির টাকা নিতে আসলে স্থানীয় ব্যবসায়ীরা তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়।

চাঁদপুর থেকে ছিনতাই হওয়া মালের সন্ধান পাওয়ার পরেই চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া সয়াবিন উদ্ধারসহ ৩ জনকে আটক করে।

পুলিশ জানান, এর পূর্বেও চাঁদপুর থেকে বেশ কয়েকটি ট্রাকসহ মাল ছিনতাই হওয়ার ঘটনা ঘটে। অবশেষে ছিনতাই হওয়া সয়াবিন উদ্ধার করা সম্ভব হয় এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।