টোয়াব নির্বাচনে চাঁদপুরের ইউনূসসহ কনশাস রিলায়েন্স ফোরামের পূর্ণ প্যানেল বিজয়ী

  • আপডেট: ১২:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ২৬

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর নির্বাচনে চাঁদপুরের কৃতি সন্তান মোঃ ইউনূসসহ কনসাস রিলায়েন্স ফোরামের পূর্ণ প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। গতকাল ৩০ মে সোমবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন ভবনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

৪২৩ জন ভোটারের মধ্যে ৩৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দু বছর মেয়াদী এ নির্বাচনে ১৩ সদস্য বিশিষ্ট তিনটি প্যানেল ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কনসাস রিলায়েন্স ফোরামের প্যানেল প্রধান শিবলুর আজম কোরেশীর নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল জয় লাভ করেন।

নির্বাচনের বিজয়ীরা হলেন প্যানেল প্রধান শিবলুর আজম কোরেশী, পরিচালক পদে বিজয়ীরা হলেন, মোহাম্মদ শাহেদ উল্লাহ, মোহাম্মদ মনিরুজ্জামান মাসুম, মোঃ সোহানুর রহমান স্বপন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুর রউফ, মো: ইউনুস, মোহাম্মদ মনসুর আলম পারভেজ, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ নুরুজ্জামান সুমন, এসএম বিল্লাল হোসেন সুমন, আবুল ফয়সাল মোহাম্মদ সায়েম ও মোঃ সাইফুল ইসলাম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টোয়াব সদস্যরা সকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন ভবনে একত্রিত হয়। দিনভর আনন্দঘন পরিবেশে তারা ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণা শেষে সবাই বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Tag :
সর্বাধিক পঠিত

খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফেরে উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

টোয়াব নির্বাচনে চাঁদপুরের ইউনূসসহ কনশাস রিলায়েন্স ফোরামের পূর্ণ প্যানেল বিজয়ী

আপডেট: ১২:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর নির্বাচনে চাঁদপুরের কৃতি সন্তান মোঃ ইউনূসসহ কনসাস রিলায়েন্স ফোরামের পূর্ণ প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। গতকাল ৩০ মে সোমবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন ভবনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

৪২৩ জন ভোটারের মধ্যে ৩৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দু বছর মেয়াদী এ নির্বাচনে ১৩ সদস্য বিশিষ্ট তিনটি প্যানেল ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কনসাস রিলায়েন্স ফোরামের প্যানেল প্রধান শিবলুর আজম কোরেশীর নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল জয় লাভ করেন।

নির্বাচনের বিজয়ীরা হলেন প্যানেল প্রধান শিবলুর আজম কোরেশী, পরিচালক পদে বিজয়ীরা হলেন, মোহাম্মদ শাহেদ উল্লাহ, মোহাম্মদ মনিরুজ্জামান মাসুম, মোঃ সোহানুর রহমান স্বপন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুর রউফ, মো: ইউনুস, মোহাম্মদ মনসুর আলম পারভেজ, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ নুরুজ্জামান সুমন, এসএম বিল্লাল হোসেন সুমন, আবুল ফয়সাল মোহাম্মদ সায়েম ও মোঃ সাইফুল ইসলাম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টোয়াব সদস্যরা সকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন ভবনে একত্রিত হয়। দিনভর আনন্দঘন পরিবেশে তারা ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণা শেষে সবাই বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।