চাঁদপুর জেলা পরিষদ এর পক্ষ থেকে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ এর নেত্রকোনা জেলায় জেলা প্রশাসক হিসেবে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) জেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ ওসমান গনি পাটওয়ারী বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী করসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।