নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ এর নেত্রকোনা জেলায় জেলা প্রশাসক হিসেবে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই সংবর্ধনার আয়োজন করে জেলা পুলিশ। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি জেলা প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন জানান পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ। এছাড়াও জেলা প্রশাসককে উপহার প্রদান করেন এসপি।
পরে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ক্রাইমন) সুদীপ্ত রায়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।