শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মাফিয়া আকতারের রত্নগর্ভা অ্যাওয়ার্ড অর্জন

  • আপডেট: ০৯:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ৪৩

সাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মাফিয়া আকতারের রত্নগর্ভা অ্যাওয়ার্ড গ্রহন করছেন।

সজিব খান:
চাঁদপুর সদর উপজেলার সাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মাফিয়া আকতার রত্নগর্ভা অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ৮ মে আজাদ প্রোডাক্টসের রত্নগর্ভা অ্যাওয়ার্ডের এ সম্মাননা তিনি অর্জন করেছেন।

মানুষের ভালোবাসায় গড়ে উঠা সাফল্যের প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টস একজন মাকে রত্নগর্ভা হতে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ সম্মাননা প্রদান করে যাচ্ছেন। সে সম্মাননায় ভূসিত হলেন চাঁদপুর হাজিগঞ্জ উপজেলার মাফিয়া আকতার।

মিসেস মাফিয়া আকতার,স্বামী, মরহুম আমিনুল হক বর্তমান ঠিকানা, ফ্লাট এ১, বাড়ী ৪২ , রাস্তা ১এ, বনানী, ঢাকা, সেখানে বসবাস করছেন।

মাফিয়া আকতার ১৯৬৯ সালে শাহাতলী উচ্চ বিদ্যালয় থেকে মেধাবী ছাত্রী হিসাবে এসএসসি করেন। তিনি সংসার জীবন সামলে নিজের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে উদ্ভাসিত ছিলেন। সংসার জীবনে তিনি পাঁচ সন্তানের জননী। তারা কর্ম’ক্ষেত্রে চার মহাদেশে অবস্থান করছেন ।

প্রথম সন্তান : আকতার উল আলম, বিএসসি (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্টোনিক ইঞ্জিনিয়ারিং) বুয়েট, এম ইঞ্জিনিয়ারিং ( ইলেক্ট্রিক্যাল, টেলিকমিউনিকেশন) কর্নকোডিয়া ইউনির্ভাসিটি, কানাডা, সে কর্মক্ষেত্রে আছেন চীফ অপারেশনস অফিসার, ফাইবার এট হোম লি।

দ্বিতীয় সন্তান: শিরীন আকতার, বিএসসি (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্টোনিক ইঞ্জিনিয়ারিং) বুয়েট, এমএসসি ( ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্টোনিক ইঞ্জিনিয়ারিং) ফ্লোরিডা ইউনির্ভাসিটি, ইউ এস, সে
কর্মক্ষেত্রে এনালগ ডিজাইন ইঞ্জিনিয়ার, আই বি এম, ইউ এস রয়েছেন।

তৃতীয় সন্তান : আহসানুল হক, বিএ (অনার্স) আলীগড় মুসলিম ইউনির্ভাসিটি, এমসিপি এন্ড এমসিএসডি (মাইক্রোসফটোয়ার) কর্মক্ষেত্রে সে সফটওয়ার ইঞ্জিনিয়ার, হেওয়ার আই টি, নেডারল্যান্ড কর্মরত রয়েছেন।

চতুর্থ সন্তান: সুরাইয়া আকতার , বিএসসি, এমএসসি (পদার্থ বিজ্ঞান) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মক্ষেত্রে সে নারী উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত, বর্তমানে তানজেনিয়ায় বসবাসরত।

পঞ্চম সন্তান: আনিসুল হক, বিএসসি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), খুলনা ইউনির্ভাসিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এমএসসি (ইলেক্ট্রিনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) নর্থ সাউথ ইউনির্ভাসিটি কর্মক্ষেত্রে প্রকল্প পরিচালক, নেটওয়ার্ক টেকনোলজি বিভাগ, জেডটিই বাংলাদেশ রয়েছেন।

মাফিয়া আকতারের স্বামীর বাড়ি হাজিগঞ্জ উপজেলার কালচো ইউনিয়নের কালচো গ্রামের তপদার বাড়ি, স্বামী সচিবালয়ের অর্থ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন।

তার বাবার বাড়ি চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রাম, মাফিয়া আকতার শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীরমুক্তিযুদ্ধা মরহুম আবদুল রাজ্জাক তপদারের মেজো বোন, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর খালা।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মাফিয়া আকতারের রত্নগর্ভা অ্যাওয়ার্ড অর্জন

আপডেট: ০৯:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

সজিব খান:
চাঁদপুর সদর উপজেলার সাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মাফিয়া আকতার রত্নগর্ভা অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ৮ মে আজাদ প্রোডাক্টসের রত্নগর্ভা অ্যাওয়ার্ডের এ সম্মাননা তিনি অর্জন করেছেন।

মানুষের ভালোবাসায় গড়ে উঠা সাফল্যের প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টস একজন মাকে রত্নগর্ভা হতে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ সম্মাননা প্রদান করে যাচ্ছেন। সে সম্মাননায় ভূসিত হলেন চাঁদপুর হাজিগঞ্জ উপজেলার মাফিয়া আকতার।

মিসেস মাফিয়া আকতার,স্বামী, মরহুম আমিনুল হক বর্তমান ঠিকানা, ফ্লাট এ১, বাড়ী ৪২ , রাস্তা ১এ, বনানী, ঢাকা, সেখানে বসবাস করছেন।

মাফিয়া আকতার ১৯৬৯ সালে শাহাতলী উচ্চ বিদ্যালয় থেকে মেধাবী ছাত্রী হিসাবে এসএসসি করেন। তিনি সংসার জীবন সামলে নিজের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে উদ্ভাসিত ছিলেন। সংসার জীবনে তিনি পাঁচ সন্তানের জননী। তারা কর্ম’ক্ষেত্রে চার মহাদেশে অবস্থান করছেন ।

প্রথম সন্তান : আকতার উল আলম, বিএসসি (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্টোনিক ইঞ্জিনিয়ারিং) বুয়েট, এম ইঞ্জিনিয়ারিং ( ইলেক্ট্রিক্যাল, টেলিকমিউনিকেশন) কর্নকোডিয়া ইউনির্ভাসিটি, কানাডা, সে কর্মক্ষেত্রে আছেন চীফ অপারেশনস অফিসার, ফাইবার এট হোম লি।

দ্বিতীয় সন্তান: শিরীন আকতার, বিএসসি (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্টোনিক ইঞ্জিনিয়ারিং) বুয়েট, এমএসসি ( ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্টোনিক ইঞ্জিনিয়ারিং) ফ্লোরিডা ইউনির্ভাসিটি, ইউ এস, সে
কর্মক্ষেত্রে এনালগ ডিজাইন ইঞ্জিনিয়ার, আই বি এম, ইউ এস রয়েছেন।

তৃতীয় সন্তান : আহসানুল হক, বিএ (অনার্স) আলীগড় মুসলিম ইউনির্ভাসিটি, এমসিপি এন্ড এমসিএসডি (মাইক্রোসফটোয়ার) কর্মক্ষেত্রে সে সফটওয়ার ইঞ্জিনিয়ার, হেওয়ার আই টি, নেডারল্যান্ড কর্মরত রয়েছেন।

চতুর্থ সন্তান: সুরাইয়া আকতার , বিএসসি, এমএসসি (পদার্থ বিজ্ঞান) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মক্ষেত্রে সে নারী উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত, বর্তমানে তানজেনিয়ায় বসবাসরত।

পঞ্চম সন্তান: আনিসুল হক, বিএসসি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), খুলনা ইউনির্ভাসিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এমএসসি (ইলেক্ট্রিনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) নর্থ সাউথ ইউনির্ভাসিটি কর্মক্ষেত্রে প্রকল্প পরিচালক, নেটওয়ার্ক টেকনোলজি বিভাগ, জেডটিই বাংলাদেশ রয়েছেন।

মাফিয়া আকতারের স্বামীর বাড়ি হাজিগঞ্জ উপজেলার কালচো ইউনিয়নের কালচো গ্রামের তপদার বাড়ি, স্বামী সচিবালয়ের অর্থ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন।

তার বাবার বাড়ি চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রাম, মাফিয়া আকতার শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীরমুক্তিযুদ্ধা মরহুম আবদুল রাজ্জাক তপদারের মেজো বোন, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর খালা।