আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন:মিন্টু

  • আপডেট: ০৯:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ২২

বিশেষ প্রতিনিধি ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে আটকে রাখার বিচার চাই। মিথ্যা মামলা দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না এই অবৈধ সরকার। আমরা এসবের বিচার চাই।

শনিবার (১৪ মে) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসীদের হামলা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের যে কষ্ট হচ্ছে, তারই প্রতিবাদে আজকের এ সমাবেশ। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।

মিন্টু বলেন, আপনারা কিছুদিন আগে দেখেছেন প্রধানমন্ত্রী বলেছেন-যে সবাই আমাদেরকে ক্ষমতা থেকে নামাতে চায়। কিন্তু আমাদের অপরাধটা কি? আজকের এ সমাবেশ থেকে আমরা বলতে চাই এই সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর অপরাধ সীমাহীন। তিনি দিনের ভোট রাতে করেছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন। অন্যায়ভাবে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছেন। দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, শেখ হাসিনার কাছে আমরা বিচার চাই না। বিচারের সময় ঘনিয়ে এসেছে। মনে রাখবেন পালানোর সময় পর্যন্ত পাবেন না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক খলিল গাজী, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবরের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ২০ দলীয় জোটের শরীক এলডিপির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব ক্বারী আবু তাহের পাটওয়ারী, বাগেরহাট ৪ আসনের সাবেক এমপি প্রার্থী খায়রুজ্জামান শিপন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ হান্নান।

বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সলিমুস সালাম, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী প্রমূখ।

Tag :
সর্বাধিক পঠিত

শাহরাস্তিতে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি

আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন:মিন্টু

আপডেট: ০৯:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২

বিশেষ প্রতিনিধি ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে আটকে রাখার বিচার চাই। মিথ্যা মামলা দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না এই অবৈধ সরকার। আমরা এসবের বিচার চাই।

শনিবার (১৪ মে) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসীদের হামলা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের যে কষ্ট হচ্ছে, তারই প্রতিবাদে আজকের এ সমাবেশ। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।

মিন্টু বলেন, আপনারা কিছুদিন আগে দেখেছেন প্রধানমন্ত্রী বলেছেন-যে সবাই আমাদেরকে ক্ষমতা থেকে নামাতে চায়। কিন্তু আমাদের অপরাধটা কি? আজকের এ সমাবেশ থেকে আমরা বলতে চাই এই সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর অপরাধ সীমাহীন। তিনি দিনের ভোট রাতে করেছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন। অন্যায়ভাবে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছেন। দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, শেখ হাসিনার কাছে আমরা বিচার চাই না। বিচারের সময় ঘনিয়ে এসেছে। মনে রাখবেন পালানোর সময় পর্যন্ত পাবেন না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক খলিল গাজী, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবরের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ২০ দলীয় জোটের শরীক এলডিপির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব ক্বারী আবু তাহের পাটওয়ারী, বাগেরহাট ৪ আসনের সাবেক এমপি প্রার্থী খায়রুজ্জামান শিপন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ হান্নান।

বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সলিমুস সালাম, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী প্রমূখ।