চাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট: ০৭:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • ২০

চাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

চাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, গত বুধবার নবগঠিত চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান। এ সময় একটি বেসরকারি ইলেকট্রনিক মিডিয়ার এক সংবাদকর্মী ফরিদগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি এমএ হান্নানের সঙ্গে অসদাচরণ করাসহ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিথ্যা গুজব ছড়ায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিক্ষোভ সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান দুলাল বক্তব্য রাখেন। এ সময় ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

শাহরাস্তিতে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি

চাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট: ০৭:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২

চাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, গত বুধবার নবগঠিত চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান। এ সময় একটি বেসরকারি ইলেকট্রনিক মিডিয়ার এক সংবাদকর্মী ফরিদগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি এমএ হান্নানের সঙ্গে অসদাচরণ করাসহ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিথ্যা গুজব ছড়ায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিক্ষোভ সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান দুলাল বক্তব্য রাখেন। এ সময় ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।