• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২২
সর্বশেষ আপডেট : ২২ এপ্রিল, ২০২২

শাহরাস্তির বেরনাইয়া বাজারে দুইটি এজেন্ট ব্যাংকিং চুরি থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধিঃ

শাহরাস্তিতে দুটি এজেন্ট ব্যাংকের গ্রীল কেটে চুরির চেষ্টা।মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ওই বাজারে হযরত শাহজালাল একতা শপিং কমপ্লেক্সে আল আরাফাহ ইসলামী ব্যাংক ও যমুনা ব্যাংকের এজেন্ট শাখার গ্রীল কেটে চোর প্রবেশ করে।

ওই সময় তারা আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে ফেলে।এজেন্ট ব্যাংক দুটিতে নগদ কোন টাকা না থাকায় চোরেরা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। বুধবার সকালে শাখায় এসে গ্রীল কাটা দেখে ব্যাংকিং সংশ্লিষ্টরা পুলিশে অবহিত করে।

খবর পেয়ে সিনিয়ার সহকারী পুলিশ সুপার( কচুয়া সার্কেল)মোঃ আবুলকালাম চৌধুরী শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে ছুটে যান।

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আবু জাফর সিদ্দিকী জানান, সকালে শাখায় এসে এ ঘটনা দেখতে পেয়ে পুলিশকে অবহিত করি। চোরেরা শাখার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে।

ভল্ট ভেঙে নগদ টাকা না পেয়ে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।যমুনা ব্যাংকের এজেন্ট ও এজেন্ট শাখা ম্যানেজার মোঃ হাবীবুর রহমান জানান, চোরের দল গ্রীল কেটে ভিতরে প্রবেশ করলেও ব্যাংক থেকে কোন কিছু খোয়া যায় নি।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অজ্ঞাত চোরের দল প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। শাহরাস্তি থানায় একটি এজাহার করা হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!