নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের কৃতী সন্তান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)বলেছেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি, আপনাদের সকলের সহযোগিতা থাকলে মাদক এই দেশ থেকে নির্মূল করবোই । আপনার সন্তানেরা যেন মাদকের সংস্পর্শে না আসে সেদিকে নজর রাখতে হবে। আপনার সন্তানকে মাদকের হাত থেকে দূরে রাখার দায়িত্ব আপনার। তা’হলে এ দেশকে আমরা আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। মহান আল্লাহ্ আমাকে দেশের সেবার সুযোগ করে দিয়েছেন,তার জন্য খোদার কাছে শুকরিয়া আদায় করি।
শুক্রবার বাদ জুম্মা চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী গ্রামের নিজ বাড়ির সামনে নবনির্মিত বাইতুল মা’মুর জামে মসজিদের শুভ উদ্বোধন কালে এ কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন,চাঁদপুরের পুলিশ সুপার মো: জিহাদুল কবির বিপিএম,পিপিএম,আইজিপি অফিসার এসপি মো: মাসুদ,অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান, এএসপি চাঁদপুর সদর সার্কেল মো: জাহেদ পারভেজ চৌধুরী,চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: নাসিম উদ্দিন, ডিবি ওসি মো: নূর হোসেন মামুনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরে বাইতুল মা’মুর জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিলের আযোজন করা করা হয়। মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন,মসজিদের পেশ ইমাম ও মহামায়া আয়শা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম¥দ সাখায়াত হোসেন।