চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে রোববার সকালে বিভিন্ন মুদি দোকানে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্ল্যাহ।
অভিযানে বিভিন্ন দোকানে বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রি করার অপরাধে ৩ দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর বণিক সমিতির নেতৃবন্দ।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভ‚মি) হেদায়েত উল্ল্যাহ বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।