নিজস্ব প্রতিবেদক:
বিগ্রেডিয়ার জেনারেল মোঃ নাসির উদ্দিন আহমেদ, পরিচালক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এই লোকটিকে বদলি করার জন্য ময়মনসিংহের বেসরকারী হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার গুলো একাট্টা। এজন্য নাকি তারা ৪ থেকে ৫ কোটি টাকা ফান্ড গড়ে তুলেছে, ঘুষ হিসেবে এই ফান্ড ব্যবহার করা হবে।
তিনিকে বদলির জন্য ফান্ড, এরকম খবর পেয়ে ময়মনসিংহবাসী রাস্তা অবরোধ করে, তিনির বদলি ঠেকানোর জন্য। তার অপরাধ, তিনির সততার সহিত ভালো কাজের জন্য, ময়মনসিংহের বেসরকারী হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার এবং ঔষধ ব্যবসায়ীদের ব্যবসায় ধ্বস নেমেছে! তার অপরাযেকোন ধরনের ঔষধ হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে।
আর কোন ঔষধ না পাওয়া গেলে, তার নাম্বার দেওয়া আছে, তাতে যোগাযোগ করতে বলা হয়েছে! এবং সব ধরনের পরীক্ষা-নীরিক্ষার ব্যবস্থা হাসপাতালেই করা হয়েছে, যাতে করে ঔষধ বা কোন পরীক্ষা-নীরিক্ষার জন্য রোগীদের হাসপাতালের বাইরে যেতে না হয়।
তার অপরাধ, হাসপাতালকে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে! বেশির ভাগ হাসপাতালে এপ্রোন পরা না থাকলে বুঝা যায় না, কে ডাক্তার! কে নার্স! কে ঝাড়ুদার! কে কর্মকর্তা! কে দালাল! তার অপরাধ, সবার অাইডেন্টিটি নিশ্চিত করা হয়েছে, ময়মনসিংহ মেডিকেল কলেজের দায়িত্ব নেওয়ার পর, তার ভালো কাজের অল্প কিছুই তুলে ধরতে পারলাম, আজ তার কাজের জন্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আজ চিকিৎসার জন্য, সব মেডিকেল কলেজ হাসপাতালের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত, অনুকরণীয় এবং অনুসরণীয়!
কথা হচ্ছে এই অবস্থা শুধু ময়মনসিংহে নয় সারা বাংলাদেশেই হচ্ছে। সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিষয় গুলো ক্ষতিয়ে দেখার জন্য এবং চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীত ভাবে অনুরোধ করছি বাংলাদেশের চিকিৎসা সেবা উন্নয়নের জন্য এই ধরনের সৎ, দক্ষ ব্যক্তিদের প্রতিটা জেলা সদর হাসপাতালে পোস্টিং দেয়ার জোর দাবি জানাচ্ছি।
দেশ পরিবর্তনের জন্য শুধু সরকার না, সরকারের সাথে এরকম সৎ, নির্মোহ মানুষও খুব দরকার, অাসলে কিন্তু এটাই তার দায়িত্ব ও কর্তব্য, কিন্তু সততা ও নিষ্ঠার সাথে কয়জন পালন করছে তার দায়িত্ব ও কর্তব্য! তিনি পালন করছে বলেই, তাকে একটু তুলে ধরতে ইচ্ছে করলো, সবশেষে এই সজ্জন মানুষটির কাজের জন্য রইলো, দোয়া, শুভ কামনা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। ফেইসবুক থেকে সংগ্রহীত