চাঁদপুরে লরির চাপায় পথচারী নিহত

  • আপডেট: ০৬:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৪০

চাঁদপুর শহরের স্ট্যান্ড রোড এলাকায় মেঘনা ডিপোর তেলের লরির চাপায় এক পথচারী নিহত হয়েছে। সোমবার বিকেল শহরের স্ট্যান্ড রোডে কাজী ট্রেডার্স সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শীতল চক্রবর্তী (৬৫) জোড়পুকুর পাড় এলাকার নগেন্দ্র চক্রবর্তীর ছেলে। নিহতের শহরের জোড়পুকুর পাড় অগ্রণী ব্যাংকের সামনে একটি পানের দোকান রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা তেলের লরিটি আটক করে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে। পড়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, স্ট্যান্ড রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে আসা মেঘনা ডিপোর তেলবাহী লরি তার গায়ের উপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী শীতল পৃষ্ঠ হয়ে মারা যান।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, শহরের স্ট্যান্ডে রোডে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্তের দেখা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

“ভালো ছাত্র হওয়ার চেয়েও মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হওয়া প্রয়োজন”

চাঁদপুরে লরির চাপায় পথচারী নিহত

আপডেট: ০৬:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

চাঁদপুর শহরের স্ট্যান্ড রোড এলাকায় মেঘনা ডিপোর তেলের লরির চাপায় এক পথচারী নিহত হয়েছে। সোমবার বিকেল শহরের স্ট্যান্ড রোডে কাজী ট্রেডার্স সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শীতল চক্রবর্তী (৬৫) জোড়পুকুর পাড় এলাকার নগেন্দ্র চক্রবর্তীর ছেলে। নিহতের শহরের জোড়পুকুর পাড় অগ্রণী ব্যাংকের সামনে একটি পানের দোকান রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা তেলের লরিটি আটক করে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে। পড়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, স্ট্যান্ড রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে আসা মেঘনা ডিপোর তেলবাহী লরি তার গায়ের উপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী শীতল পৃষ্ঠ হয়ে মারা যান।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, শহরের স্ট্যান্ডে রোডে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্তের দেখা হবে।