চাঁদপুরে ফসলের জমি নষ্ট করে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ৮ শ্রমিককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পরে তাদের প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের আলুরবাজার ফেরিঘাট এলাকায় এমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিন চৌধুরী।
খোঁজ নিয়ে জানা গেছে, একদল লোক ফসলের জমি নষ্ট করে মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছিল।
গোপন সূত্রে এমন তথ্য পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিন চৌধুরী পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এসময় হাতেনাতে আটজনকে আটক করেন তিনি।
পরে অপরাধ স্বীকার করায় প্রত্যেককে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ স্মৃতি জানান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশে বেআইনিভাবে ফসলের জমি নষ্ট করা, পরিবেশ দূষণ হয় এমন ইটভাটা এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।