সালথা উপজেলা, আটঘর ইউনিয়ন শাখা ছাত্রলীগ সভাপতির শুভ জন্মদিন পালিত

  • আপডেট: ০৮:৫৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৬

ফরিদপুর প্রতিনিধি

গতকাল সোমবার সন্ধা ৭টার সময় সংগ্রামী ছাত্রলীগ নেতা রায়মোহন কুমার রায়, সভাপতি সালথা উপজেলা,আটঘর ইউনিয়ন শাখা এর শুভ জন্মদিন উপলক্ষে অাটঘর ইউনিয়নের ছাত্রলীগ ও তার সুভা কাঙ্খিরা কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন অনুষ্ঠান পালন করেন।

অনুষ্ঠানটি আযোজন কারা হয় সালথা উপজেলার আটঘর ইউনিয়ের গৌড়দিয়া বাজারে ডাঃ তরিকুল ইসলাম এর পল্লি ড্রাগ এন্ড মেডিকেল সার্ভিস -এ।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সুজিত কুমার দত্ত, প্রতিষ্ঠাতা পরিচালক এস.ডি প্রি-ক্যাডেট স্কুল। বিজয় চন্দ্র অধিকারি, ধর্ম বিষয়ক সংম্পাদক বাংলাদেশ হিন্দ ছাত্র পরিষধ জেলা শাখা। মোঃ শামিম হোসেন, সহ-সম্পাদক অাটঘর ইউনিয়ন ছাত্রলীগ, সালথা, ফরিদপুর। এছাড়া অারো উপস্থিত ছিলেন গৌতম বিশ্বাস, পল্লব বিশ্বাস, প্রদিব বিশ্বাস সহ অারো অনেকে।

রায়মোহন কুসার রায় সকলের শুভেচ্ছা ও ভালোবাসায় মুগ্ধ হয়ে একটাই কথা বলেন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের অার্দশে রাজনীতি করি, মুজিব সেনা হয়ে রাজপথে অাছি এবং থাকবো। অাপনেরা অামাকে অার্শিবাদ করবেন। আমি যেনো দেশ ও দশের সেবা করতে পারি।

অবশেষে সকল কে মিষ্টি বিতারন করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

সালথা উপজেলা, আটঘর ইউনিয়ন শাখা ছাত্রলীগ সভাপতির শুভ জন্মদিন পালিত

আপডেট: ০৮:৫৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

ফরিদপুর প্রতিনিধি

গতকাল সোমবার সন্ধা ৭টার সময় সংগ্রামী ছাত্রলীগ নেতা রায়মোহন কুমার রায়, সভাপতি সালথা উপজেলা,আটঘর ইউনিয়ন শাখা এর শুভ জন্মদিন উপলক্ষে অাটঘর ইউনিয়নের ছাত্রলীগ ও তার সুভা কাঙ্খিরা কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন অনুষ্ঠান পালন করেন।

অনুষ্ঠানটি আযোজন কারা হয় সালথা উপজেলার আটঘর ইউনিয়ের গৌড়দিয়া বাজারে ডাঃ তরিকুল ইসলাম এর পল্লি ড্রাগ এন্ড মেডিকেল সার্ভিস -এ।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সুজিত কুমার দত্ত, প্রতিষ্ঠাতা পরিচালক এস.ডি প্রি-ক্যাডেট স্কুল। বিজয় চন্দ্র অধিকারি, ধর্ম বিষয়ক সংম্পাদক বাংলাদেশ হিন্দ ছাত্র পরিষধ জেলা শাখা। মোঃ শামিম হোসেন, সহ-সম্পাদক অাটঘর ইউনিয়ন ছাত্রলীগ, সালথা, ফরিদপুর। এছাড়া অারো উপস্থিত ছিলেন গৌতম বিশ্বাস, পল্লব বিশ্বাস, প্রদিব বিশ্বাস সহ অারো অনেকে।

রায়মোহন কুসার রায় সকলের শুভেচ্ছা ও ভালোবাসায় মুগ্ধ হয়ে একটাই কথা বলেন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের অার্দশে রাজনীতি করি, মুজিব সেনা হয়ে রাজপথে অাছি এবং থাকবো। অাপনেরা অামাকে অার্শিবাদ করবেন। আমি যেনো দেশ ও দশের সেবা করতে পারি।

অবশেষে সকল কে মিষ্টি বিতারন করা হয়।