ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন ও ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) মিজানুর রহমানকে গণ সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
শনিবার বিকালে ওই ইউনিয়নের ইসলামপুর ড. জালাল আলগমীর পাঠাগার মিলনায়তনে গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ৪নং ওয়ার্ডের জনগন। অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেনের পিতা প্রয়াত অলি উল্লাহ’র রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মোমিন প্রধানিয়ার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহকায়ক মো. সোহাগ উদ্দীনের সঞ্চালনায় গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. হেলাল উদ্দীন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন ও ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. মিজানুর রহমান।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,বিএনডি ব্রিকফিল্ডের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মো.সোহেল হোসেন প্রধানিয়া, নব-নির্বাচিত ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমূখ।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশ ব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। এছাড়াও নৌকাকে বিজয়ী করতে স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। পরিশেষে তিনি পরিষদ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যকে ফুল দিয়ে গণ সংবর্ধনা জানান ৪নং ওয়ার্ডবাসী। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আমির হোসেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন এবং ৪নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন মিজানুর রহমান।