ছাত্রলীগ আমাদের আবেগ ও ভালবাসার নাম: শিক্ষামন্ত্রী

  • আপডেট: ০৩:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • ৫১

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, আজকে আমরা এমন একটি সময় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, যখন সারা বিশ^ করোনা অতিমারিতে পর্যুদস্ত, কোথায় তৃতীয় ও চতুর্থ ঢেউ চলছে। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। গত একদিনে প্রায় ৩০লাখ মানুষ সারা বিশে^ করোনায় আক্রান্ত হয়েছে এবং নতুন যে ভ্যারিয়েন্ট ওমিক্রন সেটিও ইতোমধ্যে আমাদের দেশে শনাক্ত হয়েছে। কাজেই আমাদের এখন অত্যন্ত সতর্ক হওয়ার সময়। মনে রাখতে হবে গত বছর যখন করোনা বেড়েছে, তখন চাঁদপুর জেলা বেশী আক্রান্ত জেলার মধ্যে একটি ছিল। আমরা তার পুনরাবৃত্তি চাই না।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকে যে সমাবেশ এটি করোনা পরিস্থিতির মধ্যে না হলেও ভাল হত। কিন্তু আমি এটাও বুঝি ছাত্রলীগ আমাদের আবেগ ও ভালবাসার নাম। সে জন্য ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সকলে একত্রিত হতে চেয়েছি। কিন্তু মনে রাখতে হবে, করোনা অতিমারির এ সময় নিজেদেরকে, প্রিয়জনদেরকে, সঙ্গী সাথীদেরকে এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের এলাকার মানুষসহ দেশকে করোনামুক্ত রাখা ছাত্রলীগের প্রতিটি কর্মীর দায়িত্ব এবং কর্তব্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

বর্ণাঢ্য এই আয়োজনে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একই সময় সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন শিক্ষামন্ত্রী। এর পূর্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা খন্ড খন্ডভাবে শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

বড়কুলে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসবের আয়োজন

ছাত্রলীগ আমাদের আবেগ ও ভালবাসার নাম: শিক্ষামন্ত্রী

আপডেট: ০৩:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, আজকে আমরা এমন একটি সময় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, যখন সারা বিশ^ করোনা অতিমারিতে পর্যুদস্ত, কোথায় তৃতীয় ও চতুর্থ ঢেউ চলছে। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। গত একদিনে প্রায় ৩০লাখ মানুষ সারা বিশে^ করোনায় আক্রান্ত হয়েছে এবং নতুন যে ভ্যারিয়েন্ট ওমিক্রন সেটিও ইতোমধ্যে আমাদের দেশে শনাক্ত হয়েছে। কাজেই আমাদের এখন অত্যন্ত সতর্ক হওয়ার সময়। মনে রাখতে হবে গত বছর যখন করোনা বেড়েছে, তখন চাঁদপুর জেলা বেশী আক্রান্ত জেলার মধ্যে একটি ছিল। আমরা তার পুনরাবৃত্তি চাই না।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকে যে সমাবেশ এটি করোনা পরিস্থিতির মধ্যে না হলেও ভাল হত। কিন্তু আমি এটাও বুঝি ছাত্রলীগ আমাদের আবেগ ও ভালবাসার নাম। সে জন্য ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সকলে একত্রিত হতে চেয়েছি। কিন্তু মনে রাখতে হবে, করোনা অতিমারির এ সময় নিজেদেরকে, প্রিয়জনদেরকে, সঙ্গী সাথীদেরকে এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের এলাকার মানুষসহ দেশকে করোনামুক্ত রাখা ছাত্রলীগের প্রতিটি কর্মীর দায়িত্ব এবং কর্তব্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

বর্ণাঢ্য এই আয়োজনে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একই সময় সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন শিক্ষামন্ত্রী। এর পূর্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা খন্ড খন্ডভাবে শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়।