• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ২ জানুয়ারি, ২০২২

চাঁদপুর শহররক্ষা বাধেঁ ভয়াবহ নদী ভাঙন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

শওকতআলী, চাঁদপুর ॥

হঠাৎ চাঁদপুর শহররক্ষা বাঁধের লঞ্চঘাট এলাকায় ভয়াবহ নদীর পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

এ ভাঙ্গনের ফলে লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধে আবারো ধস দেখা দিয়েছে। মুহুতের মধ্যে এ এলাকার বাঁধের প্রায় ২০০শত সিসি ব্লক মেঘনা নদীগর্ভে তলিয়ে ও ঢেবে গেছে। প্রায় ৫০০ মিঃ এলাকায় ফাটল দেখা দেওয়ায় ঝুঁকিপূণ অবস্থায় রয়েছে শহর রক্ষা বাঁধ।

হঠাৎ এ ধসের কারনে, ভাঙ্গন আতঙ্কে লঞ্চঘাট এলাকার হাজারো পরিবার আতংকো ও উৎকন্ঠার মধ্যে রয়েছে। হঠাৎ চাঁদপুরে এ ভাঙ্গনে ও ভয়াবহ নদী ভাঙ্গনে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা ও শহর বাসী।

ঘটনাটি ঘটেছে, (২ জানুয়ারী) রবিবার শেষ বিকেলে চাঁদপুর শহরের লঞ্চঘাটের পাশ্ববর্তী টিলাবাড়ি এলাকায়। ব্লক ঢেবে যাবার খবর শুনে আশপাশের মানুষ দিকবেদিক ছুটাছুটি করতে থাকে।

খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ উর্ধতন সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় জেলা প্রশাসক শহররক্ষা বাঁধের দেবে যাওয়া বাঁধের স্থানে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হাওলদার জানান, বিকেলে হঠাৎ করেই প্রায় ২০০ ফুট দৈর্ঘ্য এলাকাজুড়ে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। সেখানে নদীর গভীরতা প্রায় ১হাজার ফুট।

স্থানীয় বাসিন্দা আলমগীর, রফিক, জহিরুলসহ কয়েকজন জানান, দুপুরের পর হঠাৎ করে ব্লক দেবে যাচ্ছে বলে মানুষ ছুটাছুটি শুরু করে। প্রায় ২০০ ফুট এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। সিসি ব্লক ধসে পড়ায় বিশাল অংশজুড়ে ফাটল দেখা দিয়েছে। তবে আরো এলাকা ভাঙতে পারে বলে তারা জানান।

স্থানীয়রা জানান, শহররক্ষা বাঁধের ফাটল স্থানের আশপাশে প্রায় ২ হাজারেরও বেশী পরিবারের লোকজন বসবাস করে। বর্তমানে সবাই আতঙ্কে রয়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আমরা ঘটনার পর থেকেই কাজ শুরু করেছি। ভাঙন ও ফাঁটলের কারনে প্রায় ৫০০ মিঃ এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে শিঘ্রই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ কোড়ালিয়া চর এলাকায় অপরিকল্পিতভাবে দীর্ঘদিন যাবৎ নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করায় শহররক্ষা বাঁধের দিকে প্রভাব পড়তে শুরু করেছে। এভাবে অপরিকল্পিতভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে ভাঙ্গন পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশঙ্কা তাদের।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!