হত্যাকাণ্ডের মূল হোতা মিন্নী: নিহত রিফাতের বাবা

  • আপডেট: ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ৮৫

অনলাইন ডেস্ক:

বরগুনায় আলোচিত রিফাত হত্যাকাণ্ডের মূল হোতা মিন্নী। নয়নের সাথে মিন্নীর বিবাহ হয়েছিল, তবে সেই বিবাহের কথা গোপন করেই রিফাতের সাথে মিন্নীর বিবাহ দেয় মিন্নীর পরিবার। তাই মিন্নীকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে নিহত রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ।

শনিবার রাত পোনে আটটার দিকে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবী করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, রিফাতের সাথে বিবাহ হওয়ার পরেও প্রতিনিয়ন নয়ন বন্ডের সাথে রিফাতের স্ত্রী মিন্নীর যোগাযোগ ছিল। এমনকি মিন্নী প্রায় প্রতিদিনই নয়ন বন্ডের বাড়িতে আসা যাওয়া করতো। এ ছারাও রিফাতকে হত্যার সময় সিসিটিভির ফুটেজে দেখা গেছে সরকারী কলেজের সামনের গেটে মিন্নীকে রিফাত তার মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যেতে চায় তবে মিন্নী তখন সময় ক্ষেপন করে। আর তার মধ্যেই বন্ড গ্রুপ রিফাতকে মারধর করতে করতে কলেজের পূর্ব দিকে নিয়ে যায়। সেই সময়ে মিন্নী স্বাভাবিক ভাবেই সেইসব দৃশ্য দেখতে থাকে এবং তাদের পিছনে হাটতে থাকে। পরে যখন রিফাত ফরাজী ও রিশান ফরাজী দা নিয়ে এসে নয়নের হাতে দিয়ে কোপাতে শুরু করে, তখন মিন্নী বাধা দিলেও তাকে কেউ আঘাত করেনি। এসব বিষয়ের কারনে মিন্নীকেই হত্যাকান্ডের মূল হোতা দায়ী করে মিন্নীকে গ্রেপ্তারের দাবী জানান তারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

শাহরাস্তিতে ইনসানিয়াত বিপ্লবের আড়ালে ব্যবসায়ীদের কাছে ছাত্রলীগের লিফলেট বিতরণ, আটক ৭

হত্যাকাণ্ডের মূল হোতা মিন্নী: নিহত রিফাতের বাবা

আপডেট: ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯

অনলাইন ডেস্ক:

বরগুনায় আলোচিত রিফাত হত্যাকাণ্ডের মূল হোতা মিন্নী। নয়নের সাথে মিন্নীর বিবাহ হয়েছিল, তবে সেই বিবাহের কথা গোপন করেই রিফাতের সাথে মিন্নীর বিবাহ দেয় মিন্নীর পরিবার। তাই মিন্নীকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে নিহত রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ।

শনিবার রাত পোনে আটটার দিকে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবী করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, রিফাতের সাথে বিবাহ হওয়ার পরেও প্রতিনিয়ন নয়ন বন্ডের সাথে রিফাতের স্ত্রী মিন্নীর যোগাযোগ ছিল। এমনকি মিন্নী প্রায় প্রতিদিনই নয়ন বন্ডের বাড়িতে আসা যাওয়া করতো। এ ছারাও রিফাতকে হত্যার সময় সিসিটিভির ফুটেজে দেখা গেছে সরকারী কলেজের সামনের গেটে মিন্নীকে রিফাত তার মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যেতে চায় তবে মিন্নী তখন সময় ক্ষেপন করে। আর তার মধ্যেই বন্ড গ্রুপ রিফাতকে মারধর করতে করতে কলেজের পূর্ব দিকে নিয়ে যায়। সেই সময়ে মিন্নী স্বাভাবিক ভাবেই সেইসব দৃশ্য দেখতে থাকে এবং তাদের পিছনে হাটতে থাকে। পরে যখন রিফাত ফরাজী ও রিশান ফরাজী দা নিয়ে এসে নয়নের হাতে দিয়ে কোপাতে শুরু করে, তখন মিন্নী বাধা দিলেও তাকে কেউ আঘাত করেনি। এসব বিষয়ের কারনে মিন্নীকেই হত্যাকান্ডের মূল হোতা দায়ী করে মিন্নীকে গ্রেপ্তারের দাবী জানান তারা।