• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২১

পানিতে পড়ে শিশু মৃত্যু বিষয়ে গবেষণা হওয়া উচিৎ: অঞ্জনা খান মজলিশ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেছেন, পানিতে পড়ে শিশু মৃত্যু বিষয়ে গবেষণা হওয়া উচিৎ। পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পানিতে ডুবে শিশুর মৃত্যু একটি পরিবারের জন্য খুবই দুঃখজনক। পরিবারে মানবিক বিপর্যয় নেমে আসে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সমষ্টি আয়োজনে গণমাধ্যম কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন সচেতনতা। বর্ষা মৌসুমে এই ধরনের ঘটনা বেশি হয়। ছোট বয়স থেকেই শিশুদেরকে সাঁতার শিখাতে হবে। পানির খুবই নিকটে শিশুদের খেলাধুলা করতে দেওয়া যাবে না।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর পরিসংখ্যান তৈরি করা দরকার।

সিভিল সার্জন কার্যালয় আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ঈসা রুহুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ।

স্বাগত বক্তব্য রাখেন সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক।

প্রশিক্ষণের সমন্বয়ক আলম পলাশ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।

প্রশিক্ষণের জাতীয় স্থানীয় গণমাধ্যমের ২৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!