• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২১

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

আশিক বিন রহিম:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর সোমবার চাঁদপুর রোটারী ভবন মিলনায়তনে দুই পর্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এরমধ্যে সকালে ১ম অধিবেশনের আলোচনা সভা এবং বিকেলে ২য় অধিবেশনে নতুন কমিটি নির্বাচনে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যার্টাজী।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জে. এল. ভৌমিক, দপ্তর সম্পাদক বিপ্লব দে।

সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব রনজিৎ সাহা মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি লায়ন দিলীপ কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, বিমল চৌধুরী, সাংগঠনিক গোপাল সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুশিল চন্দ্র সাহা, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিবেক লাল মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি হিতেষ সাহা, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র, মতলব দক্ষিন উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক চন্দন সাহা, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রুহিদাস বণিক, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নিখিল মজুমদার, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিনয় ভূষন।

শোকপ্রস্তাব পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলারর সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর। পরে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!