তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড উন্নতিকরণে সরকার কাজ করছেন। শিক্ষকদের আগে অনেক ভাতা ছিল না, এখন বর্তমান সরকার অনেক ভাতা যোগ করছেন। আমাদেরকে পুরো জাতিকে নিয়ে চিন্তা করতে হবে, তাই সঠিক পরিকল্পনার প্রয়োজন।আমাদেরকে মানসিক ও দৈহিক পরিবর্তন করতে হবে।
বাকশিস চাঁদপুর জেলা সভাপতি ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ প্রাক্তন অধ্যক্ষ ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারীর সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাকশিস সভাপতি অধ্যক্ষ আসাদুল হক।
ফরিদগঞ্জ চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বাংলা প্রভাষক জেসমিন আক্তার এবং ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুরান বাজার ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ তারিক উল্লাহ, বর্তমান অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ প্রাক্তন অধ্যক্ষ রুহুল আমিন, শাহতলী জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ হারুন-অর রশিদ, বাকশিস চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ শাফায়াৎ আহাম্মদ ভূঁইয়া।