সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামে তার বাড়ি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, শনিবার (৪ ডিসেম্বর) রাত এগারোটায় করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন কাজল বেপারী। পরে তার শরীরের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ সনাক্ত হয়।
ডা. রুবেল আরও জানান, আক্রান্ত রোগীর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা দ্রুত হ্রাস পেতে শুরু করে। এসময় তাতে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত মারা যান রোগী। তবে আক্রান্ত রোগী করোনার নতুন ধরণ ওমিক্রন নিয়ে মারা গেছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, জেলার বিভিন্নস্থানে সব মিলিয়ে ৪০ জন করোনা রোগী হোম আইসোলেশন আছেন।