নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরে বিআরডিবির আওতাধীন অপ্রধান শস্য বিনামূল্য বীজ বিতরণ করা হয়েছে। দারিদ্র বিমোচনের লক্ষে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপান ও বাজারজাতকরণ কর্মসূচী উপকারভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে সদর উপজেলা চাঁদপুর সদর উপজেলা বিআরডিবি পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর বিআরডিবি উপ-পরিচালক মোঃ মোকাব্বের হোসেন ভুঁইয়া, সদর উপজেলা এসিল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী পল্লী উন্নয়ন অফিসার আবদুল গনি, শস্য উন্নয়ন কর্মকর্তা উপঅঞ্চল কুমিল্লা ফয়েজ উল্ল্যাহ আফসারী, মাঠ সংগঠন মোঃ স্বাধীন হোসাইনসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।