হাজীগঞ্জে ১১ ইউনিয়নে ৩৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট: ০৯:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ৩০

হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন বীরমুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, সদর ইউনিয়নে আলহাজ¦ সফিকুল ইসলাম মীর ও ইউসুফ প্রধানীয়া সুমনের পক্ষে ওমর ফারুক, হাটিলা পশ্চিম ইউনিয়নে গাজী আলী আহমাদ ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, কালচোঁ উত্তর ইউনিয়নে আবু সায়েম মিয়াজী ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আবুল কাশেম ও আলী আহম্মদ।

নিজস্ব প্রতিনিধি:

বুধবার (১৭ নভেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের চতুর্থ দিনে কালচোঁ উত্তর, বড়কুল পশ্চিম, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ ও হাটিলা পশ্চিম ইউনিয়নের ১৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে গত তিন দিনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও স্বতন্ত্র প্রার্থীসহ ২২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ দিন মনোনয়নপত্র সংগ্রহকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, কালচোঁ উত্তর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী আবু সায়েম মিয়াজী, হাজীগঞ্জ সদর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ সফিকুল ইসলাম মীর, ইউসুফ প্রধানীয়া সুমন, সোহরাব হোসেন মিয়াজী, স্বতন্ত্র প্রার্থী শাকিল আহমেদ টুকু ও জুলহাস চৌধুরী, বড়কুল পশ্চিম ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান মনির হোসেন গাজী, স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ মিয়াজী।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সার্জেন্ট (অব.) আবুল কাশেম ও আলী আহমেদ, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী দুলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. সাহিদুল ইসলাম সাহিদ, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা গাজী আলী আহম্মদ ও সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন।

এই ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজারগাঁও, কালচোঁ উত্তর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান এবং হাজীগঞ্জ সদর, হাটিলা পূর্ব ও হাটিলা পশ্চিম ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

বড়কুল পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান এবং বাকিলা ও বড়কুল পশ্চিম ইউনিয়নে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী।

Tag :
সর্বাধিক পঠিত

মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হতে হবে-সেহলী পারভীন

হাজীগঞ্জে ১১ ইউনিয়নে ৩৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট: ০৯:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিনিধি:

বুধবার (১৭ নভেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের চতুর্থ দিনে কালচোঁ উত্তর, বড়কুল পশ্চিম, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ ও হাটিলা পশ্চিম ইউনিয়নের ১৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে গত তিন দিনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও স্বতন্ত্র প্রার্থীসহ ২২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ দিন মনোনয়নপত্র সংগ্রহকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, কালচোঁ উত্তর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী আবু সায়েম মিয়াজী, হাজীগঞ্জ সদর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ সফিকুল ইসলাম মীর, ইউসুফ প্রধানীয়া সুমন, সোহরাব হোসেন মিয়াজী, স্বতন্ত্র প্রার্থী শাকিল আহমেদ টুকু ও জুলহাস চৌধুরী, বড়কুল পশ্চিম ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান মনির হোসেন গাজী, স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ মিয়াজী।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সার্জেন্ট (অব.) আবুল কাশেম ও আলী আহমেদ, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী দুলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. সাহিদুল ইসলাম সাহিদ, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা গাজী আলী আহম্মদ ও সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন।

এই ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজারগাঁও, কালচোঁ উত্তর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান এবং হাজীগঞ্জ সদর, হাটিলা পূর্ব ও হাটিলা পশ্চিম ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

বড়কুল পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান এবং বাকিলা ও বড়কুল পশ্চিম ইউনিয়নে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী।