দেশে বৃষ্টি, যেসব এলাকায় শীত আরও বাড়বে

  • আপডেট: ১১:০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ৩১

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলে  শীত বেশি অনুভূত হচ্ছে। আজ সোমবার সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা আরো কমবে। এতে  আরও বলা হয়েছে এখন যে শীত, এটা প্রকৃত শীত নয়। মূলত বৃষ্টির কারণে শীতের আমেজ এসেছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। এ মাসের শেষ নাগাদ প্রকৃত শীত আসতে পারে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং তা অন্যত্র অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত দুই-তিন দিন সারা দেশে গড়ে দিনের তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে ছিল। এ ছাড়া রাতের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় বেশি শীত অনুভূত হচ্ছে। গতকাল রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

দেশে বৃষ্টি, যেসব এলাকায় শীত আরও বাড়বে

আপডেট: ১১:০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলে  শীত বেশি অনুভূত হচ্ছে। আজ সোমবার সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা আরো কমবে। এতে  আরও বলা হয়েছে এখন যে শীত, এটা প্রকৃত শীত নয়। মূলত বৃষ্টির কারণে শীতের আমেজ এসেছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। এ মাসের শেষ নাগাদ প্রকৃত শীত আসতে পারে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং তা অন্যত্র অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত দুই-তিন দিন সারা দেশে গড়ে দিনের তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে ছিল। এ ছাড়া রাতের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় বেশি শীত অনুভূত হচ্ছে। গতকাল রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।