ভারত মহাসাগরে কারো একক আধিপত্য চায় না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: ০৭:০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ৩৪

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত মহাসাগরে কোনো দেশের একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ। রোববার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্বপ্রস্তুতি সম্পর্কে জানাতে এর আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ গ্রুপিং করলে সঙ্গে সঙ্গে বলি, আমরা মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চাই। আমরা কোনো দেশ বা দলের একতরফা আধিপত্য চাই না। এটি আমাদের নীতি। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) তিন দিনব্যাপী সম্মেলন সোমবার ঢাকায় শুরু হচ্ছে। শুরুর দুইদিন ১৫ ও ১৬ নভেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। পরে ১৭ নভেম্বর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।  এবারের সম্মেলনে ১২ জন মন্ত্রীসহ ৮২ জন কর্মকর্তা সশরীরে উপস্থিত থাকবেন। যারা আসতে পারছেন না, তাদের ভার্চুয়ালি যোগদানের সুযোগ থাকবে। ২৩টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেবেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ভারত মহাসাগরে কারো একক আধিপত্য চায় না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: ০৭:০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত মহাসাগরে কোনো দেশের একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ। রোববার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্বপ্রস্তুতি সম্পর্কে জানাতে এর আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ গ্রুপিং করলে সঙ্গে সঙ্গে বলি, আমরা মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চাই। আমরা কোনো দেশ বা দলের একতরফা আধিপত্য চাই না। এটি আমাদের নীতি। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) তিন দিনব্যাপী সম্মেলন সোমবার ঢাকায় শুরু হচ্ছে। শুরুর দুইদিন ১৫ ও ১৬ নভেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। পরে ১৭ নভেম্বর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।  এবারের সম্মেলনে ১২ জন মন্ত্রীসহ ৮২ জন কর্মকর্তা সশরীরে উপস্থিত থাকবেন। যারা আসতে পারছেন না, তাদের ভার্চুয়ালি যোগদানের সুযোগ থাকবে। ২৩টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেবেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।