পাকিস্তান দলের সবাই করোনা নেগেটিভ

  • আপডেট: ১০:২৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ২১

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আজ শনিবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে রাজধানীর সোনারগাঁ হোটেলে ওঠে সফরকারীরা। সেখানে করোনা পরীক্ষা করালে সবার ফল নেগেটিভ এসেছে। নিয়ম অনুযায়ী আগামীকাল রোববার (১৪ নভেম্বর) মিরপুরে অনুশীলনে নামতে বাধা নেই পাকিস্তান দলের। তবে বিশ্বকাপের ক্লান্তি দূর করতে রোববার অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। রোববার বিশ্রাম নিয়ে সোমবার থেকে শুরু হবে তাদের অনুশীলন পর্ব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘পাকিস্তান দলের সদস্যদের সকালেই করোনা ভাইরাস পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল। সর্বমোট ২৮ জনের নমুনা নেওয়া হয়। পিসিআর টেস্টে সবার ফল নেগেটিভ এসেছে। তাদের অনুশীলন নামতে বাধা নেই।’ সোমনার সকালে মিরপুরে অনুশীলনে নামবে পাকিস্তান দল। সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত চলবে তাদের এই অনুশীলন সেশন। আগামী মঙ্গলবারও একই সূচি। বুধবার অনুশীলন চলবে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শুক্রবার প্রথম টি-টোয়েন্টির আগে ১৮ তারিখের অনুশীলন ফ্লাডলাইটের আলোর নিচে। বাংলাদেশ দলের অনুশীলন আজ থেকেই শুরু হয়েছে। তবে প্রথম দিনে অনুশীলনে উপস্থিত ছিলেন না অনেকেই। পূর্ণ অনুশীলন শুরু হবে ১৬ নভেম্বর। সেদিনই হোটেলে উঠবে টাইগাররা। দুই দলের ৩ টি-টোয়েন্টির সবকটি হবে মিরপুরে। প্রথমটি হবে আগামী ১৯ নভেম্বর। ২০ ও ২২ নভেম্বর হবে পরের ২ ম্যাচ। প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।

Tag :
সর্বাধিক পঠিত

দ্রুতই সমাজে অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে : ডিসি চাঁদপুর

পাকিস্তান দলের সবাই করোনা নেগেটিভ

আপডেট: ১০:২৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আজ শনিবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে রাজধানীর সোনারগাঁ হোটেলে ওঠে সফরকারীরা। সেখানে করোনা পরীক্ষা করালে সবার ফল নেগেটিভ এসেছে। নিয়ম অনুযায়ী আগামীকাল রোববার (১৪ নভেম্বর) মিরপুরে অনুশীলনে নামতে বাধা নেই পাকিস্তান দলের। তবে বিশ্বকাপের ক্লান্তি দূর করতে রোববার অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। রোববার বিশ্রাম নিয়ে সোমবার থেকে শুরু হবে তাদের অনুশীলন পর্ব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘পাকিস্তান দলের সদস্যদের সকালেই করোনা ভাইরাস পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল। সর্বমোট ২৮ জনের নমুনা নেওয়া হয়। পিসিআর টেস্টে সবার ফল নেগেটিভ এসেছে। তাদের অনুশীলন নামতে বাধা নেই।’ সোমনার সকালে মিরপুরে অনুশীলনে নামবে পাকিস্তান দল। সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত চলবে তাদের এই অনুশীলন সেশন। আগামী মঙ্গলবারও একই সূচি। বুধবার অনুশীলন চলবে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শুক্রবার প্রথম টি-টোয়েন্টির আগে ১৮ তারিখের অনুশীলন ফ্লাডলাইটের আলোর নিচে। বাংলাদেশ দলের অনুশীলন আজ থেকেই শুরু হয়েছে। তবে প্রথম দিনে অনুশীলনে উপস্থিত ছিলেন না অনেকেই। পূর্ণ অনুশীলন শুরু হবে ১৬ নভেম্বর। সেদিনই হোটেলে উঠবে টাইগাররা। দুই দলের ৩ টি-টোয়েন্টির সবকটি হবে মিরপুরে। প্রথমটি হবে আগামী ১৯ নভেম্বর। ২০ ও ২২ নভেম্বর হবে পরের ২ ম্যাচ। প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।