• ঢাকা
  • শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১১ নভেম্বর, ২০২১

ম্যাথিউস ঝড়ে পাকিস্তানের স্বপ্ন ভেঙ্গে চুরমার

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ক্রীড়া ডেস্ক:

টানটান উত্তেজনা আর শ্বাসরূদ্ধকর সেমিফাইনাল ম্যাচ দেখল বিশ্ব। ১৯তম ওভার পর্যন্ত দুই দলেরই আশা বেঁচেছিল।

তবে শেষ দিকে মার্কুস স্টইনিস আর ম্যাথিউ ওয়েডের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত পাকিস্তানকে মাটিতে নামাল অসিরা।

এ দুই তারকার দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল পাকিস্তান।

১৯তম ওভারে ম্যাথিউ ওয়ের তিন ছক্কায় পাকিস্তানের সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল।

আজ দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে রিজওয়ানের ৫২ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। এরপর ঝড় তুলেন ফখর জামান। ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৩২ বালে ৫৫ রানের ইনিংস খেললেন।

এ দুই ব্যাটারের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানের টার্গেট ছুড়ে দেয় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পেসার শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে উইকেট হারায় অসিরা। প্রথম ওভারেই মাত্র ১ রানে অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট তুলে নেন আফ্রিদি। ফিঞ্চ রানের খাতা খুলতেই পারেননি।

এরপর শুরু হয় শাদাব খানের ঘূর্ণিবলের ভেলকি। শাদাবের বলে ৬ বলে ৫ রানেই সাজঘরে ফেরেন স্টিভেন স্মিথ।

শুরুতে চাপের মধ্যে পড়ে যাওয়া অস্ট্রেলিয়ার হাল ধরেন ওয়ার্নার। তিনে ব্যাটিংয়ে নামা মিচেল মার্শকে সঙ্গে নিয়ে ৩৬ বলে ৫১ রানের জুটি গড়েন ওয়ার্নার।

এ সময় ফের অসি শিবিরে আঘাত হানলেন শাদাব খান। ২২ বলে ২৮ রানে দুর্দান্ত ছন্দে থাকা মিচেল মার্শকে আউট করেন।

৭৭ রানে ৩ উইকেট হারিয়েও ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভর করে ফাইনালের স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। হাফসেঞ্চুরির দুয়ারে পৌঁছে গিয়ে বিপদজনক হয়ে উঠেছিলেন ওয়ার্নার। সেই ওয়ার্নারকে হাফসেঞ্চুরি করতে দেননি শাদাব।

শাদাবের বলে উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার। ৮৯ রানে ৪র্থ উইকেটটি হারায় অস্ট্রেলিয়া। দলের হাল ধরতে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। এবার ম্যাক্সকেও বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি শাদাব।

১৩তম ওভারের দ্বিতীয় বলে শাদাবের বলে হারিস রউফের হাতে ক্যাচ তুলে দেন ম্যাক্স। ১০ বলে ৭ রান করেই শেষ হয়েএ অলরাউন্ডারের ইনিংস।

ম্যাক্সওয়েলকে দিয়ে নিজের ৪র্থতম উইকেট শিকার করেন শাদাব। শাদাবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

এরপর অবশ্য অলরাউন্ডার মার্কুস স্টইনিসের ব্যাটে ভর করে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। ম্যাথিউ ওয়েডকে নিয়ে জুটি বড় করে যাচ্ছিলেন স্টইনিস।

শেষ ৩ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন পড়ে ৩৭ রানের। হাতে ৫ উইকেট। খেলার এই পর্যায়ে টান টান উত্তেজনা।

হাসান আলির সেই ওভারে ছক্কা হাকিয়ে ১৫ রান তোলেন ওয়েড। অর্থাৎ ১২ বলে প্রয়োজন ২১ রানের। ১৯তম ওভারটি করেন শাহিন আফ্রিদি।

শাহিন আফ্রিদির পেসকে কাজে লাগিয়ে স্কুপ শটে ছক্কা হাঁকান ওয়েড। পরের বলকেও ছক্কা হাঁকান ওয়েড। পরের বলকেও ছক্কা হাঁকান ওয়েড। সেই ওভার থেকে আসে ২২ রান। এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!