নিজস্ব প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে সারাদেশের ন্যয় চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে প্রত্যেকটি ইউনিয়নে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতিছিল নজরে পড়ার মত। সকাল থেকেই নারীদের উপস্থিতি উৎসবে পরিণত হয়েছে। নারী ভোটারদের ভোট দেয়ার বিষয়ে বেশ আগ্রহ দেখা যায় এবং তার ভোট দেয়ার জন্য দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখাগেছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চান্দ্রা ইউনিয়নের ৮নং কেন্দ্রে গিয়ে দেখাগেছে নারীদের উপস্থিতি। পাশেই ১নং কেন্দ্রে গিয়ে দেখাগেছে নারীদের ৪টি দীর্ঘ লাইন। সকলের মাঝে ভোট দেয়ার জন্য খুবই আগ্রহ দেখাগেছে। বিশেষ করে বয়স্ক নারী ভোটারদের উপস্থিতি বিগত নির্বাচনের তুলনায় এ বছর অনেক বেশী। ২নং কেন্দ্রে গিয়ে দেখাগেছে ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থীর স্ত্রী নারী ভোটারদের ভোট প্রদান করার জন্য সার্বিক সহযোগিতা করছেন।
নারীদের উপস্থিতি দেখাগেছে, বালিয়া, বাগাদী ও মৈশাদী ইউনিয়নে। মৈশাদী ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র বিকেলে দেখাগেছে নারী ভোটাররা খুবই সরব। তারা ভোট দিয়েও বিভিন্ন কেন্দ্রের আশপাশে বসে আছেন। পছন্দের প্রার্থীর জয়ের সংবাদ জানার আগ্রহে বাড়ীতে না গিয়ে অপেক্ষা করছেন।