নিজস্ব প্রতিনিধি॥
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দণি ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভার কার্যক্রম শেষে বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিকের সমর্থকদের হামলায় ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী হাজী জামাল আহমেদের ২ সমর্থককে পিঠিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন, আলীপুর গ্রামের পাটওয়ারী বাড়ির নূর মোহাম্মদ পাটওয়ারীর ছেলে ও ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মাহবুবুর রহমান সুমন পাটওয়ারী ও এখই ইউনিয়নের টামটা গ্রামের মহসিন পাটওয়ারীর ছেলে সোহাগ (২০)। ঘটনাটি গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা আজাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে টামটা দক্ষিণ ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নাম তালিকা লিপিবদ্ধ করণ নিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভার অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভা শেষ হওয়ার পূর্বে বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিকের ভাই রবি’র নেতৃত্বে চেয়ারম্যান প্রার্থী হাজী জামাল আহমেদ এর সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তার দুই সমর্থক গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান চেয়ারম্যান প্রার্থী হাজী জামাল আহমেদ। তিনি আহতদের খোঁজ খবর নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন এবং সার্বিক সহযোগিতা করেন।
চেয়ারম্যান প্রার্থী হাজী জামাল আহমেদ বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। নৌকার মনোনয়ন প্রত্যাশী অনেকেই হবে, এতে জোরজবরদস্তি করা কি ঠিক? চেয়ারম্যান মানিকের ভাই যেটি করেছে আমার দৃষ্টিতে এটি ঠিক হয়নি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, জননেত্রী শেখ হাসিনার সৈনিক। আওয়ামী লীগ আমাদের রক্তে মাংসে স্থান করে নিয়েছে। সন্ত্রাসী করে ভয়ভীতি প্রদর্শন করে মানুষের ভালোবাসা পাওয়া যায়না।
এর পূর্বে বিকেল ৪টায় আজাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে টামটা দণি ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোঃ শফিকুর রহমান মজুমদারের সঞ্চালনায় বর্ধিত সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ৯ জন চেয়ারম্যান প্রার্থীর নাম ও প্রস্তাবনা জানান
প্রস্তাব সমর্থন অনুযায়ী ৮জন প্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা হলেন মোঃ জহিরুল আলম ভূঁইয়া মানিক, মোঃ কাজী নজরুল ইসলাম, আলহাজ্ব মোঃ শফিকুর রহমান মজুমদার, মোঃ আবুল খায়ের মোল্লা, হাজী জামাল হোসেন, মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, জাহানারা বেগম ও মোঃ ইকবাল হোসেন।